Thursday, April 3, 2025
Homeবিনোদনসত্যিই কি শুভশ্রী'র গলায় ফাঁস লেগে গিয়েছিল ? 

সত্যিই কি শুভশ্রী’র গলায় ফাঁস লেগে গিয়েছিল ? 

 

 

বিনোদন প্রতিবেদক :

জনপ্রিয় টলিউড তারকা শুভশ্রী দুই সন্তান ইউভান – ইয়ালিনিকে কলকাতায় রেখেই দুবাই পাড়ি দিয়েছেন। সেখানে এই তারকার সঙ্গে তার স্বামী নির্মাতা রাজ চক্রবর্তীও গেছেন। আর সেখান থেকে তাদের কাটানো নানা মুহূর্ত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

 

কলকাতার গণমাধ্যম থেকে জান গেছে, শুভশ্রী’র ফ্যান পেজে হঠাৎ ভক্তদের নজর কেড়েছে এক মজাদার ভিডিও। সেখানে এক বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে অনেকগুলো বেলুন সুতোয় বেঁধে গলায় ঝুলিয়ে নিতে দেখা যায় শুভশ্রীকে। আর সেগুলো গ্যাসভর্তি বেলুন হওয়ার কারণে ওপরের দিকে উঠতে থাকে। সেই বেলুনের মালা পরেই ঘাড় নাড়াতে নাড়াতে হ্যাপি বার্থ ডে বলে বন্ধুকে শুভেচ্ছা জানান রাজপত্নী শুভশ্রী। তবে আরেকটু হলেই শুভশ্রী’র গলায় ফাঁস লেগে যেতো – এমন কিছু সতর্কবার্তা দিয়ে সাবধান করে দিয়েছেন এই তারকার অনুরাগীরা। এক নেটিজেন লেখেন – গলায় ফাঁস লেগে যাবে, এমন মজার দরকার নেই।

 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে শুভশ্রীকে বুর্জ খলিফায় দেখা গেছে। আবার কোনো ভিডিওতে দুবাইয়ের রেস্তোরাঁয় বসে জমিয়ে খাওয়াদাওয়া করতেও দেখা গেছে তারকা দম্পতিকে। আবার কোনোটিতে দুবাইয়ের একটি মলে আইসক্রিমে মন দিতে দেখা গেছে শুভশ্রীকে। এভাবেই ফ্যান ক্লাবের হাত ধরে দুবাইতে কাটানো রাজ – শুভশ্রী’র নানান মুহূর্ত উঠে এসেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments