রাসেল আহমদ:::
গোলাপগঞ্জে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম রিপা বেগম (৩৫)। তিনি ডুবাই প্রবাসী জয়নাল আহমেদ স্ত্রী। সোমবার ( ৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গৃহবধূ রিপা বেগমের রহস্যজনক মৃত্যু হয়। গৃহবধূ রিপা বেগমের মৃত্যু, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে সৃষ্টি হয়েছে নানা রহস্যের।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, সোমবার রাতে রাত ৮টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম তেরাগুলি এলাকায় তাহার স্বামীর ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেন ওই গৃহবধূ। তাহার মেয়ে স্কুল ছাত্রী তাবাচ্ছুম মারিয়া পাশের রুম থেকে বিকট শব্দ শুনে গিয়ে দেখতে পায় তাহার মা তীরের সাথে ঝুলছেন।তাবাচ্ছুম মারিয়ার চিৎকার শুনে আশ পাশের লোক এসে দেখতে পায় গৃহবধু রিপার লাশ তীরের সাথে ঝুলছে।
তবে রিপা বেগম কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানাতে পারেনি পুলিশ। তাহার মরদেহ ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে বলে তিনি জানান।
ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিদুজ্জামান লাভলু বলেন, রিপা বেগম শারীরিকভাবে সুস্থ্য ও সবল মহিলা ছিলেন। তবে কি কারণে আত্বহত্যা করেছেন তার পরিবার বা আমরা কেউ জানি না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, রিপা বেগম গলায় ফাঁস দেওয়ার আগে তাহার মেয়েকে নিয়ে চাচা শশুড়ের ঘরে ছিলেন। এখান থেকে আসার কিছুক্ষণ পর তিনি গলায় ফাঁস দেন।