Thursday, April 3, 2025
Homeসারাদেশ৪০ মাজারে হা*মলায় গ্রে*প্তার ২৩: প্রেস উইং

৪০ মাজারে হা*মলায় গ্রে*প্তার ২৩: প্রেস উইং

 

নিজস্ব প্রতিবেদক,

গত ৪ আগস্টের পর সারা দেশের ৪০টি মাজারে ৪৪টি হামলার ঘটনা ঘটেছে। সব ঘটনাতেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে পুলিশের এক প্রতিবেদনে। প্রতিবেদনের তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

 

প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ১৭টি মাজারে ভাঙচুর ও লুটপাট হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১০ ও ময়মনসিংহ বিভাগে ৭টি হামলার ঘটনা ঘটেছে। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একটি মাজারে হামলা হয় চার বার।

 

অভিযোগ পাওয়ার ভিত্তিতে বা পুলিশ স্বপ্রণোদিত হয়ে ১৫টি মামলা এবং ২৯টি সাধারণ ডায়েরি হয়েছে। ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মামলায় দেওয়া হয়েছে চার্জশিট। ১৩টি মামলা ও ২৯টি সাধারণ ডায়েরির তদন্ত চলছে।

 

প্রেস উইংয়ে বিবৃতিতে জানানো হয়, যেকোনো হামলার বিষয়ে অন্তর্বর্তী সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments