বালিঙ্গা নব জাগরণ কিশোর সংঘের সার্বিক তত্বাবধানে ও প্রবাসীদের অর্থায়নে “আলোকিত বালিঙ্গা” সোলার প্যানেল লাইটিং প্রকল্পের যাত্রা শুরু হলো। বালিঙ্গা নতুন বাজার থেকে ৩টি সোলার প্যানেল লাইট স্থাপন করে এই প্রকল্পের উদ্ভোধন করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শায়েস্তা চৌধুরী কুদ্দুস, যুক্তরাষ্ট্র প্রবাসী ও ব্যাবসায়ী তুহেল আহমদ চৌধুরী এবং যুক্তরাজ্যে বসবাসরত সমাজসেবীকা আফিয়া খানম (বেবি) ১টি করে সোলার প্যানেল লাইট দান করেন। এবং আরো ৫টি সোলার প্যানেলের কাজ চলমান রয়েছে। পর্যাক্রমে এই প্রকল্পের কাজ অব্যাহত থাকবে, এজন্য প্রবাসীদের প্রতি অতীতের ন্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান বালিঙ্গা নব জাগরণ কিশোর সংঘের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক মনজুর আলম।
১৭ জানুয়ারী সন্ধ্যায় মোনাজাতের মধ্য দিয়ে এই প্রকল্পের উদ্ভোধন করেন বালিঙ্গা বাহরুল উলুম দারুল হাদীস ‘ইউকে’ ট্রাস্টের সহ-সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ এর পরিচালক (NRB) ব্যাংক বালিঙ্গা বাজার শাখার পরিচালক তুহেল আহমদ চৌধুরী, বালিঙ্গা বাজার কমিটির সভাপতি আব্দুস সালাম খান, সেক্রেটারি তারিন আহমদ চৌধুরী, ব্যাবসায়ী বাবুল আহমদ খান, জবান চৌধুরী, সফুল চৌধুরী, বালিঙ্গা নব জাগরণ কিশোর সংঘের সভাপতি আকমল হোসেন সহ ব্যাবসায়ী বৃন্দ।