Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগপূর্বের হত্যা মামলার আপোষ করতে গিয়ে আপন মামা বাগনার দ্বন্দ্বে প্রাণ গেলো...

পূর্বের হত্যা মামলার আপোষ করতে গিয়ে আপন মামা বাগনার দ্বন্দ্বে প্রাণ গেলো বাগনার

সাজ্জাদ মাহমুদ মনির,(সুনামগঞ্জ প্রতিনিধি):::

সুনামগঞ্জ জেলার ছাতকে দুবছর পূর্বের একটি হত্যা মামলার আপোষ করতে গিয়ে আপন মামা বাগনার দ্বন্দ্বে প্রাণ গেলো বাগনার। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামের মোঃ মনর আলী পুত্র নিহত ২ সন্তানের জনক সাদির আহমদ (৩০)।

হত্যাকারী সাদিরের আপন মামা একই ইউনিয়নের মৃত আবাছ আলীর পুত্র মনছব আলী সহ অন্যান আসামীরা হত্যার পর পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে সোমবার (৪ সেপ্টেম্বর, রাত ২টার দিকে) একটি শালিশ বৈঠক হয়। হত্যাকারী মনছব আলী ও বাগনা সাদির দুই বছর পুর্বের একটি হত্যা মামলার দুজনেই আসামী ছিলেন। সেই মামলা আপোষের জন্য প্রায় ৭লক্ষ টাকা বাদী পক্ষের সাথে সাব্যস্ত হয়। ৪০হাজার টাকা কম থাকায় সেগুলা তার মামা দুই বছর পরে দিবে জানালে। বাগনা সাদির উত্তেজিত হয়ে ওঠে। এ নিয়ে বৈঠকে দু’পক্ষের কথাকাটাকাটি ও হাতাহাতি হলে সাদির বাবার গায়ে আঘাত লাগলে সাদির লাঠি নিয়ে তার মামাকে মারতে যায় তখন তার মামা সহ অন্যান আসামীরা সাদিরকে কিলঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করলে ঘটনা স্থলেই সাদির লুটিয়ে পড়ে।

এরপর তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ছাতক দোয়ারা রেঞ্জের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানান, আমরা ঘটনার পরপরই বৃষ্টিতে ভিজে সারারাত আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি। আশা রাখছি দ্রুত গ্রেফতার করতে পারবো। ময়না তদন্তের জন্য মৃরদেহ সিলেট ওসমানীতে রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments