Thursday, April 3, 2025
Homeখেলাধুলাক্রিকেটপারিশ্রমিক পেয়েই সিলেটকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী

পারিশ্রমিক পেয়েই সিলেটকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী

 

স্পোর্টস ডেস্ক,

প্রকাশিত, ১৭ জানুয়ারি ২০২৫,

৬ ম্যাচে মাত্র দুই জয়, তার ওপর পারিশ্রমিক বিতর্কে টালমাটাল এবারের আসর দিয়ে বিপিএলে ফেরা দুর্বার রাজশাহী। ওই ইস্যুতে কয়েকদিন খবরের শিরোনামে থাকা ফ্র্যাঞ্চাইজিটি জয়ে ফিরেছে। ব্যাটিং ব্যর্থতায় আগের ম্যাচে তারা ঢাকা ক্যাপিটালসের কাছে হেরেছিল ১৪৯ রানের বড় ব্যবধানে। আজ (শুক্রবার) বোলিং নৈপুণ্যে এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন রাজশাহী ৬৫ রানে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে।

 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেয় রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রায়ান বার্ল সর্বোচ্চ ৪১ এবং এনামুল হক বিজয় ৩২ রান করেছেন। লক্ষ্য তাড়ায় ১৭.৩ ওভারেই ১১৯ রানে গুটিয়ে যায় সিলেট।

 

ম্যাচে আগে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু পায় রাজশাহী। এরই মাঝে ৩.১ ওভারে ২৯ রানে তারা প্রথম উইকেট হারিয়ে বসে। ১৪ বলে ২ ছক্কায় ১৯ রান করেছেন রাজশাহীর পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হারিস। আরেক ওপেনার জিশান আলম তেমন সুবিধা করতে পারছিলেন না। ১৮ বলে ২০ রান করে তিনিও আউট হয়ে যান। আরেকপ্রান্তে লাইফ পেয়ে ঝড়ের আভাস দিচ্ছিলেন অধিনায়ক বিজয়। ২২ বলে ৩টি চার ও ২ ছক্কায় রাজশাহীর এই দলনেতা করেন ৩২ রান।

 

মাঝে ইয়াসির আলি রাব্বি আউট হয়েছেন ১০ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলে। আরেকপ্রান্ত আগলে রাখা রায়ান বার্ল ২৭ বলে ১টি চার ও ৪ ছক্কায় ৪১ রান করলে লড়াকু পুঁজি পেয়ে যায় রাজশাহী। বিপরীতে সিলেট স্ট্রাইকার্সের পক্ষে রুয়েল মিয়া সর্বোচ্চ ৩, নাহিদুল ইসলাম ও নিহাদুুজ্জামান ২টি করে উইকেট শিকার করেছেন।

 

লক্ষ্য তাড়ায় সিলেট দলীয় মাত্র ১৩ রানেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে। ফর্মহীনতায় মাঝে কয়েক ম্যাচ একাদশের বাইরে থাকা পল স্টার্লিং গত ম্যাচে ০ এবং আজ ফিরলেন মাত্র ৪ রানে। ব্যক্তিগত মাত্র ৪ রানে রনিও আউট হয়েছেন। তৃতীয় উইকেট জুটিতে ৫৮ রান যোগ করেন জাকির হাসান ও জর্জ মুনসি। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক জাকির আজ ২৮ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৩৯ রানের ইনিংস খেলেন। স্কটিশ ব্যাটার অনেক সংগ্রাম করে ২২ বলে করেন ২০ রান।

 

এরপর উইকেটে আসা-যাওয়ার মিছিল করেছেন সিলেটের ব্যাটাররা। শেষদিকে জাকের আলি তিন ছক্কায় ব্যবধানই কমিয়েছেন কেবল। ডানহাতি এই তরুণ ব্যাটার ২০ বলে ৩১ রান করেন। তার বিদায়ের পর ১৫ বল বাকি থাকতেই সিলেট ১১৯ রানে অলআউট হয়ে যায়। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সানজামুল ইসলাম। এ ছাড়া তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরি ও আফতাব আলম ২টি করে উইকেট নিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments