Friday, April 4, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জদোয়ারাবাজারে হাওর বাঁচাও আন্দোলনের কমিটি গঠন : সভাপতি হেলালী, সম্পাদক আশিস, সাংগঠনিক...

দোয়ারাবাজারে হাওর বাঁচাও আন্দোলনের কমিটি গঠন : সভাপতি হেলালী, সম্পাদক আশিস, সাংগঠনিক মুন্না

 

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী-কে সভাপতি, আশিস রহমান-কে সাধারণ সম্পাদক ও এনামুল কবির মুন্না-কে সাংগঠনিক সম্পাদক করে হাওর বাঁচাও আন্দোলন’র ৩১ সদস্য বিশিষ্ট দোয়ারাবাজার উপজেলা কমিটি গঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল এগারোটায় উপজেলা সদরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলার সভাপতি ইয়াকুব বখত বাহলুল’র সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকন্ঠ’র সম্পাদক বিজন সেন রায়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা প্রত্যক্ষ করেছি ফসল রক্ষা বাঁধ নির্মাণে দায়সারা ও ধীরগতির কাজ চলছে। অভিলম্বে নির্ধারিত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। অন্যথায় কৃষকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’ মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ৩১ সদস্য বিশিষ্ট হাওর বাঁচাও আন্দোলন’র দোয়ারাবাজার উপজেলা কমিটি গঠিত হয়।

পরে হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ নবনির্বাচিত উপজেলা কমিটির দায়িত্বশীলদের নিয়ে বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লালা মিয়া, সাংবাদিক তাজুল ইসলাম, আবু সালেহ মোঃ আলা উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল আওয়াল, হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাশুক নাইম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আল মমিন, মুজিবুর রহমান রনি, আইন বিষয় সম্পাদক অ্যাডভোকেট সজীব মাহমুদ, দপ্তর সম্পাদক সুমন আহমদ, অর্থ সম্পাদক হাবিবুল কবির শুভ, প্রচার সম্পাদক মাসুদ রানা সোহাগ, বাঁধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমন আহমদ প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments