দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে“তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারী)সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়ারাবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:আবু সালেহীন খান,উপজেলা জামায়াতের আমির ডা:হারুনুর রশিদ,উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাব উদ্দিন সিহাব,ছাত্রশিবির কলাউড়া ফাজিল মাদ্রাসা শাখার সেক্রেটারী আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা এ পৃথিবী বদলে দিবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয় কর্মশালা থেকে।
এ কর্মশালায় উপজেলার মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। কর্মশালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজ ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।