Wednesday, April 2, 2025
Homeশিক্ষাদোয়ারাবাজারে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা 

দোয়ারাবাজারে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা 

 

দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে“তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৫ জানুয়ারী)সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়ারাবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:আবু সালেহীন খান,উপজেলা জামায়াতের আমির ডা:হারুনুর রশিদ,উপজেলা ছাত্রদলের আহবায়ক  শাহাব উদ্দিন সিহাব,ছাত্রশিবির কলাউড়া ফাজিল মাদ্রাসা শাখার সেক্রেটারী আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।

 

কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা এ পৃথিবী বদলে দিবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয় কর্মশালা থেকে।

 

এ কর্মশালায় উপজেলার মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। কর্মশালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজ ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments