দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ আবু সালেহ মোঃ আলা উদ্দিন ।
দোয়ারাবাজার উপজেলার মান্নার গাঁও ইউনিয়ন ও দোয়ারাবাজার সদর ইউনিয়ন দোহালীয়া ইউনিয়নের নবগঠিতট্র একমাত্র বিদ্যালয় অল্প দিনে এগিয়ে যাওয়া সিরাজ মহমা উচ্চ বিদ্যালয় নেপথ্যে যাঁদের অবদান ।
যে কোন শিক্ষা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সমাজের উদ্যমী যোগ্য ও কর্মঠ শিক্ষানুরাগী মানুষের প্রয়োজন হয়। যাঁদের মেধা যোগ্যতা শ্রম ও কর্মদক্ষতায় অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে এমন মানুষ কে কাজে লাগাতে পেরেছে, তারাই দূত এগিয়ে যাচ্ছে। আর যারা সেই গুণী মানুষেদের কদর করতে পারেনি তাঁরাই যুগ যুগ ধরে পিছিয়ে আছে।এ রকমই গুণীজনদের কে যথাযথ মূল্যায়নের মাধ্যমে কাজে লাগিয়ে অল্প দিনে সামনের দিকে এগিয়ে যাওয়া একটি শিক্ষা প্রতিষ্ঠান সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দক্ষিণ সুরমায় অবস্থিত শ্যামল বাজার সিরাজ মহমা উচ্চ বিদ্যালয়। যার নেপথ্যে রয়েছে অনেক তরুণ প্রজন্মের প্রতিভাবান গুণী মানুষজন ও রেমিট্যান্স যোদ্ধাদের। যারা নিজে ও প্রবাসী এবং বিত্তশালী স্বজনদের সহযোগিতা নিয়ে রীতিমতো অসাধ্যকে সাধন করেছেন ।
জানা যায় ২০২৫ সালের চলতি মাসের শুরুতে শ্যামল বাজার সিরাজ মহমা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় । ১৫ জানুয়ারি বুধবার সিরাজ মহমা উচ্চ বিদ্যালয়ের প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মোঃ তোফায়েল আহমদ তুহিন যুক্তরাজ্য প্রবাসী, মোঃ ফয়েজ আলী গ্রীস প্রবাসী, মোঃ মোশাহিদ আলী গ্রীস প্রবাসী, মোঃ নোমান কবির গ্রীস প্রবাসী মোঃ মুহি উদ্দিন সৌদি প্রবাসী, মোঃ আনোয়ার হোসেন গ্রীস প্রবাসী, মোঃ আবু তাহের গ্রীস প্রবাসী , শেখ আলী হোসেন ইতালি প্রবাসী,
হাজী মোহাম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে ও সোহেল রানা, আল আমিন সিরাজী ইয়াকুব আল মারুফ ও মাষ্টার মোঃ শাহিন আলমের যৌথ পরিচালনায়, বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন , লন্ডন প্রবাসী মোঃ ফরিদ উদ্দিন,
মোঃ রাজা আহমদ জোনাব আলী মোঃ আব্দুর রউফ, হাজী সমছু মিয়া, মোঃ সফিক মিয়া, সাবেক মেম্বার মোঃ এশাদ আলী , মোঃ জূয়েল মেম্বার, শেখ রাসেল মিয়া,গিতিকার মোঃ মখদ্দুস আলী ,ইশাদুল হক লাল,
সফিকুল ইসলাম বাচ্চু, মিনু , গীতিকার ও সুরকার মোঃ নজরুল মিয়া, মোঃ আইয়ুব আলী,
উপস্থিত ছিলেন, বাজিতপুর, চন্ডিপুর, ইদনপুর
লামা গাঁও, ছড়ার গাঁও, উলুকান্দী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
মোঃ আলা উদ্দিন
দোয়ারাবাজার, সুনামগঞ্জ
মোবাইল নং 01767495535