ক্রীড়া ডেস্ক,
চোটে বিপিএল শেষ সিলেট স্ট্রাইকার্সের অলরাউন্ডার রাকিম কর্নংওয়ালের। এমন পরিস্থিতিতে দেশেও ফিরে গেছেন তিনি। সিলেটের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এক পোস্টে বলা হয়েছে, ‘ক্রিকেট–সমর্থকদের জন্য দুঃসংবাদ।
চোটের কারণে রাকিম কর্নওয়াল বিপিএল ছাড়ছেন।’
ভিডিওতে কর্নওয়াল বলেছেন, ‘বিদায় বাংলাদেশ। আপনাদের সঙ্গে আবার সিলেটে দেখা হবে।’
সিলেটের হয়ে তিন ম্যাচ খেলে কর্নওয়াল রান করেছেন ১৮, ০ ও ৪।
বল হাতে উইকেট নিয়েছেন ৪টি।
এমনিতে বিদেশি খেলোয়াড়ের অভাব সিলেটের। তার ওপর পয়েন্ট তালিকায়ও ভালো অবস্থানে নেই দলটি। এমন পরিস্থিতিতে কর্নওয়াল ছিটকে যাওয়ায় বিদেশি খেলোয়াড় সংকটে পড়বে দলটি।