পিন্টু দেবনাথ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা (অনূর্ধ্ব ১৭) এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইব্রেকারে মুন্সীবাজার ইউনিয়ন কমলগঞ্জ পৌরসভাকে ৫ – ৩ গোলে পরাজিত করে।
টুর্নামেন্টে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী মাখন চন্দ্র সূত্রধর, উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিএম সাদিক আল শাফিন, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, কমলগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম কবরিয়া শফি, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাসুক মিয়া, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, আবুল হোসেন, কমলগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক প্রত্যুষ তালুকদার, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।