Thursday, April 3, 2025
Homeসিলেট বিভাগহবিগঞ্জনবীগঞ্জ  গ্রোথ সেন্টারের ভিতরে  সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নবীগঞ্জ  গ্রোথ সেন্টারের ভিতরে  সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

 

 

শাহরিয়ার আহমেদ শাওন, নবীগঞ্জ প্রতিনিধি ::

নবীগঞ্জ মধ্যে বাজারের  গ্রোথ সেন্টারের ভিতরে আগুন এতে একটি সবজির দোকান পুড়ে ছাই হয়েগেছে।জানাযায় মঙ্গলবার দুপুর  ২ টার দিকে নবীগঞ্জ গ্রোথ সেন্টারের অবস্থিত ময়না মিয়ার কাচামাল (সবজি) বিক্রেতার দোকান পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আসংকা করা হচ্ছে।

এখানে অনেক কাঁচামালের পাইকারী আরৎ ও খচরা মালামালের দোকান ছিল।ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।আর না হলে ভয়াবহ আগুন লেগে ক্ষতি হয়ে যেত বলে স্থানীয়রা জানান।

 

আগুন লাগার খবর পেয়ে উৎসুক জনতা আগুন নিবাতে চলে আসেন। এসময় আগুন লাগার সূত্রপাত হিসাবে ধারনা করা হচ্ছ পৌরসভার ময়লার স্তপে আগুন লাগানোর পর বাতাসের চাপে ধীরে ধীরে দোকানে আগুন লেগে যায়।এতে দোকানে থাকা সবজি কেরেট, দোকানে থাকা আসবাবপত্র পুরে ছাই হয়ে যায়।

 

 

শাহরিয়ার আহমেদ শাওন,

নবীগঞ্জ প্রতিনিধি,

মোবাইল ঃ০১৭৮১৯৯২১২১

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments