Tuesday, April 1, 2025
Homeসিলেট বিভাগসিলেটবালিঙ্গা নব জাগরণ কিশোর সংঘ কর্তৃক আয়োজিত "প্রবাসী সম্মাননা"

বালিঙ্গা নব জাগরণ কিশোর সংঘ কর্তৃক আয়োজিত “প্রবাসী সম্মাননা”

নিজস্ব প্রতিনিধিঃ

বালিঙ্গা নব জাগরণ কিশোর সংঘ কর্তৃক আয়োজিত সংঘের কার্যালয়ে “প্রবাসী সম্মাননা” ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংঘের সাধারণ সম্পাদক মনজুর আলমের সঞ্চালনায় ও সংঘের সভাপতি আকমল হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া বাহরুল উলুম দারুল হাদীস ইউকে ট্রাষ্টের সহ-সভাপতি, এবং শায়েস্তা চৌধুরী শিক্ষামূলক কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক ব্যাক্তিত্ব শায়েস্তা চৌধুরী কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ক্রিড়া অনুরাগী দুলাল আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ এর পরিচালক, এন আর বি ব্যাংক বালিঙ্গা বাজার এজেন্ট শাখার পরিচালক ও বিয়ানীবাজার মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি  তুহেল আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বসবাসরত বালিঙ্গা গ্রামের কৃতি সন্তান বালিঙ্গা নব জাগরণ কিশোর সংঘের সাবেক কোষাধ্যক্ষ ও ক্রিড়া ব্যাক্তিত্ব ফরহাদ হোসেন চৌধুরী (অপু) আরো উপস্থিত ছিলেন বালিঙ্গা নব জাগরণ কিশোর সংঘের সাবেক সভাপতি মস্তাক আহমেদ খান সাজু, সিলেট জেলা ছাত্রনেতা বালিঙ্গা গ্রামের  মুর্শেদ আহমেদ চৌধুরী, এন আর বি ব্যাংকের কর্মকর্তা আকছার আহমদ খান এমন, এছাড়া আরো উপস্থিত ছিলেন সংঘের সহ-সাধারণ সম্পাদক শিপলু হোসেন, রেজওয়ান আহমদ, আলীরাজা সহ গ্রামের তরুণ প্রজন্মের অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে শায়েস্তা চৌধুরী কুদ্দুস বলেন গ্রামের উন্নয়নে যেকোনো প্রয়োজনে উনি সবসময় আগ্রহী। উনি উনার বক্তব্যে বিভিন্ন উন্নয়নমূলক দিকনির্দেশনা উপস্থাপন করেন। এবং বালিঙ্গা নতুন বাজার থেকে বালিঙ্গা গ্রামের ভিতর সোলার প্যানেল লাইটিং প্রকল্পের ঘোষণা দেন। এবং বালিঙ্গা নব জাগরণ কিশোর সংঘের কাছে এই প্রকল্পের সার্বিক সহযোগিতার দায়িত্ব প্রধান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments