Thursday, April 3, 2025
Homeখেলাধুলাক্রিকেটসিলেট পর্ব শেষে বিপিএলে কার অবস্থান কোথায়?

সিলেট পর্ব শেষে বিপিএলে কার অবস্থান কোথায়?

 

স্পোর্টস ডেস্ক,

প্রকাশিত, ১৪ জানুয়ারি ২০২৫,

ঢাকা অবশেষে জয় পেয়েছে, রংপুর উড়ন্ত ছন্দে আছে যথারীতি। চট্টগ্রামের টানা তিন জয়। খুলনার টানা তিন হার। লিটন-তানজিদের ব্যাটে চড়ে ঢাকা ক্যাপিটালস তুলেছে রেকর্ডের ঝড়। রাজশাহীর মিশ্র সময় আর সিলেটের জন্য ঘরের মাঠে স্বান্তনার কিছু ম্যাচ। বিপিএলের সিলেট পর্বটার সারাংশ টানতে গেলে এই কথাগুলোই হয়ত যথেষ্ট।

 

সিলেটের পর চট্টগ্রামের পথে ছুটছে বিপিএল। তার আগে দেখে নেয়া যাক পয়েন্ট তালিকার দিকে। যেখানে যথারীতি শীর্ষস্থানটা বরাদ্দ রংপুর রাইডার্সের জন্য। সাত ম্যাচে সাত জয়। রংপুর এখন বিপিএলের সপ্তম স্বর্গে। নুরুল হাসান সোহানের দলটা প্লে-অফের দিকে এক পা দিয়ে রেখেছে বলাই যায়। সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সেরা চারে থেকে প্লে-অফ খেলাটা প্রায় নিশ্চিতই করে ফেলেছে দলটি।

 

আর সবার নিচে যথারীতি ঢাকা ক্যাপিটালস। টানা ছয় ম্যাচ হারার পর সপ্তম ম্যাচে প্রথম জয় পেয়েছে দলটি। ব্যর্থতার বৃত্তে হাবুডুবু খাওয়া দলটিকে একেবারেই ইতিহাস গড়া জয় এনে দিয়েছেন দুই ওপেনার লিটন ও জুনিয়র তামিম। রাজশাহীর বিপক্ষে বিশাল জয়টা তারা পেয়েছিল একাধিক রেকর্ড গড়ে। ১৪৯ রানে জিতে বিপিএলে রানের হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়ে দলটি।

 

বিপিএল পয়েন্ট তালিকা (সিলেট পর্ব শেষে)

দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রান রেট

রংপুর রাইডার্স ৭ ৭ ০ ১৪ +১.৫৪২

চিটাগং কিংস ৪ ৩ ১ ৬ +১.৩২৩

ফরচুন বরিশাল ৫ ৩ ২ ৬ ‍+০.৮৩৮

খুলনা টাইগার্স ৫ ২ ৩ ৪ +০.১৩০

সিলেট স্ট্রাইকার্স ৬ ২ ৪ ৪ –১.২৫৪

দুর্বার রাজশাহী ৬ ২ ৪ ৪ –২.১১৭

ঢাকা ক্যাপিটালস ৭ ১ ৬ ২ –০.০৯৭

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে চিটাগং কিংস। এক ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও ৬। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় দুইয়ে চিটাগং কিংস। পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চারে খুলনা টাইগার্স। মেহেদি হাসান মিরাজের দল অবশ্য সিলেট পর্বে ছিল জয়শূন্য। এই পর্বে একমাত্র জয় না পাওয়া দল তারাই।

 

৬ ম্যাচ করে খেলা সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর পয়েন্টও ৪ করে। এই দুই দল আছে যথাক্রমে পাঁচ ও ছয়ে। তলানির দল ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট সাত ম্যাচে ২। সিলেট পর্বে সব ম্যাচে জয় পেয়েছে রংপুর রাইডার্স ও চিটাগং কিংসই। অন্য পাঁচটি দলই হেরেছে অন্তত একটি ম্যাচ।

 

বিপিএলে অবশ্য সব দল সমান ম্যাচ খেলেনি। রংপুর ও ঢাকা ৭টি করে ম্যাচ খেলে ফেললেও চিটাগং কিংস খেলেছে মাত্র ৪টি ম্যাচ। ৫টি করে ম্যাচ খেলেছে বরিশাল ও খুলনা। আর ৬ ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স এবং দুর্বার রাজশাহী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments