Friday, April 4, 2025
Homeসিলেট বিভাগসিলেটআজহারীর মাহফিলে ফোন-স্বর্ণালঙ্কার চুরি, অভি*যোগে ৭৪ জিডি ২ মাম*লা ১০ আট*ক

আজহারীর মাহফিলে ফোন-স্বর্ণালঙ্কার চুরি, অভি*যোগে ৭৪ জিডি ২ মাম*লা ১০ আট*ক

নিজস্ব প্রতিবেদক,

সিলেটের এমসি কলেজ মাঠে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে অংশ নিতে এসে মোবাইল ফোন ও স্বর্ণ খোয়ানোর ঘটনায় ৭৪টি সাধারণ ডায়রি (জিডি) ও দুটি মামলা করা হয়েছে।

 

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত সিলেট সদর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা যায়, এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত চার নারীসহ ১০ জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

 

গত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করে আনজুমানে খেদমতে কোরআন নামের একটি সংগঠন। মাহফিলের শেষদিনে (শনিবার) সমাপনী বক্তব্য পেশ করেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

 

আয়োজক সূত্রে জানা যায়, মাহফিলের তিনদিনই ফোন চুরির ঘটনা ঘটেছে। তবে শেষদিনে মিজানুর রহমান আজহারীর ওয়াজের সময় ব্যাপক লোকসমাগম হওয়ায় চুরির ঘটনা বেড়ে যায়। শেষদিনে শতাধিক ব্যক্তি মোবাইল চুরির অভিযোগ করেছেন।

 

পুলিশ জানায়, মাহফিলে আসা ব্যাক্তিদের ফোন চুরির অভিযোগে সোমবার দুপুর পর্যন্ত নগরের শাহপরান থানায় ৭৪টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিতে স্বর্ণ চুরিরও অভিযোগ করেছেন অনেকে। গত শনিবার ও রোববার চার নারীকে স্বর্ণ ও ছয় পুরুষকে ফোন চুরির অভিযোগে আটক করা হয়েছে।

 

সিলেট মহানগর অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মাহফিলের শেষদিনে ফোন খোয়া যাওয়ার অভিযোগ সবচেয়ে বেশি। এসব অভিযোগে এ পর্যন্ত ৭৪টি জিডি ও দুটি চুরির মামলা হয়েছে। আরও অনেকে জিডি করার জন্য আসছেন।

 

তিনি বলেন, ‘চুরির ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments