রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধিঃ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকার নয়ানগর,জয়নগর ও মুচিবাড়িতে গতকাল রবিবার রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায়,অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরন করলেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার।
জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার শীতকালীন সময়ে অসহায় শীতার্তদের খোঁজ খবর নিয়ে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করে আসছেন।
এরই প্রেক্ষিতে,আজমিরীগঞ্জ পৌর এলাকার নয়ানগর,জয়নগর,মুচিহাটিতে গতকাল রাত রবিবারে সরজমিন গিয়ে শীতার্তদেরকে বাড়ি ঘরে খোঁজ খবর নিয়ে ১০০ কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরনকালে আজমিরীগঞ্জ পৌরসভার প্রকৌশলী হাফিজুর রহমান, ও পিআইও সুবোধ মন্ডল উপস্থিত ছিলেন।