গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন রতন কুমার অধিকারী নামে বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি এর আগে সিনিয়র সহকারী কমিশনার (নেজারত শাখা, ট্রেজারি শাখা, ফরমস এন্ড স্টেশনারি এবং ফ্রন্টডেস্ক শাখা) হিসেবে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (১২ জানুয়ারি) সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার সদ্য পদোন্নতি পাওয়া মো. তৌহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।
এর আগে টানা ১২দিন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম দায়িত্বরত ছিলেন।
জানা গেছে, গোয়াইনঘাটের নবাগত উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী ২৬ তম ইউএনও হিসেবে আজ সোমবার (১৩ জানুয়ারি) কার্যালয়ে যোগদান করবেন।
গোয়াইনঘাটের নবাগত উপজেলা নির্বাহী অফিসারের আগমনের খবর সিলেটের কাগজ’কে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইদুল ইসলাম।