Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটশাহজালাল বিমানবন্দর থেকে স্বর্ণ চুরির ঘটনায় মামলা

শাহজালাল বিমানবন্দর থেকে স্বর্ণ চুরির ঘটনায় মামলা

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে একটি মামলা করা হয়। সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) বিমানবন্দর থানায় মামলাটি করেন।

রোববার দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. এনায়েত কবীর মামুন।

মো. এনায়েত কবীর মামুন বলেন, রাতে সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা চুরির ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামি অজ্ঞাত।

মো. এনায়েত কবীর মামুন জানিয়েছেন, মামলার এজাহারে বলা হয়, কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে ৫৫.৫১ কেজি সোনা চুরি হয়েছে।

অজ্ঞাত আসামি কয়জন এবং এ ঘটনায় কেউ গ্রেপ্তার আছে কি না জানতে চাইলে মো. এনায়েত কবীর মামুন বলেন, আসামি অজ্ঞাত, এজাহারে কোনো সংখ্যা উল্লেখ করা নেই। আর এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই।

মো. এনায়েত কবীর মামুন বলেন, মামলাটির তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিমানবন্দর থানার পরিদর্শককে (অপারেশন)। চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments