Monday, March 31, 2025
Homeরাজনীতিজামাতসিলেটে আজহারীর মাহফিল শেষে ২৫ জিডি, ২ মাম*লা

সিলেটে আজহারীর মাহফিল শেষে ২৫ জিডি, ২ মাম*লা

 

নিজস্ব প্রতিবেদক,

 

সিলেট নগরের এমসি কলেজ মাঠে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় ২৫টি সাধারণ ডায়েরি (জিডি) ও দুটি চুরির মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজন নারী ও ছয়জন পুরুষকে আটক করা হয়েছে।

 

শনিবার (১১ জানুয়ারি) রাতে সম্পন্ন হয়েছে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত সিলেট এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল। সমাপনী দিনে বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামি স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। এদিন তার বয়ান শুনতে লাখ লাখ মানুষ এমসি কলেজ মাঠে জড়ো হন।

 

মুঠোফোন হারিয়ে যাওয়ার ঘটনায় সিলেটের গণমাধ্যমকর্মী লুৎফুর রহমান তার ফেসবুক ওয়ালে লেখেন, মাওলানা মিজানুর রহমান আজহারির ওয়াজে যাওয়ার সময় তার গ্যালাক্সি মোবাইল ফোন-এ-৩৪ মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।

 

মামলার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

তিনি বলেন, তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় এসএমপির শাহপরান (র.) থানায় ২৫টি জিডি ও দুটি মামলা দায়ের করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments