Wednesday, April 2, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে আগুনে পুড়ে ছাই দুটি বসতঘর, ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শ্রীমঙ্গলে আগুনে পুড়ে ছাই দুটি বসতঘর, ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের সবুজবাগে দুইটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সবুজবাগ আবাসিক এলাকার উমাপদ দাশ ও মিন্টু দাশের ভাড়াটিয়া মানিক মোদক ও বিষু ঘোষ এর বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান,ভোর রাতে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে এলাকার লোকজন ও ওয়ার্ড মেম্বার পিয়াস দাশ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে মানিক মোদক ও বিষু ঘোষ টিনশেডের বেড়ার বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সোলায়মান জানান, শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে ৫নং ওয়ার্ডের (ইউপি) সদস্য পিয়াস দাশ বলেন, কীভাবে যে আগুনের সূত্রপাত হলো বলা যাচ্ছে না। হয়তো চুলার আগুন থেকে হতে পারে। পরিবার দুটি অত্যন্ত গরিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দীন আগুনে পুড়ে যাওয়া দুটি ঘর পরিদর্শন করেন এবং দুটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করেন।

মানিক মোদক জানান, সন্তান নিয়ে তিনি ওই বসতঘরে বসবাস করতেন। ঘটনার সময় আমরা সবাই ঘুমিয়ে ছিলাম, কোনো রকমে জান বাঁচিয়েছি, এসময় কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের ফলে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

বিষু ঘোষ জানান, রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি, হঠাৎ দেখি বসতঘরে আগুন, ঘরের ফ্রিজ,টাকা পয়সা কিছুই বের করতে পারিনি। আগুনে পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments