Friday, April 4, 2025
Homeইসলামসিপিএলের সময় সূচি ঘোষণা

সিপিএলের সময় সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক,

 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আসন্ন আসরের পর্দা উঠবে ১৪ আগস্ট। প্রায় এক মাসের এই আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর। আজ শনিবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

 

বর্তমানে বেশ কয়েকটি দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হওয়ায় মান সম্পন্ন ক্রিকেটার পেতে দলগুলোকে হিমশিম খেতে হয়। এ দিকটি বিশেষভাবে বিবেচনা করবে সিপিএল কতৃপক্ষ। এ নিয়ে তারা আলাদাভাবে কাজ করবে ফ্যাঞ্চাইজিগুলোর সঙ্গে।

 

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী কর্মকর্তা পিট রাসেল জানিয়েছেন, ২০২৫ সালের সিপিএলকে আরো রোমাঞ্চিত করতে কাজ করবেন তারা। তাছাড়া প্রধান পরিচালনা কর্মকর্তা লিনফোর্ড ইনভারারি বলেছেন, সিপিএল ক্যারিবিয়ান ক্রিকেটের উন্নয়ন ও প্রচারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

সিপিএলে তিনবারের চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াশ। গত আসরে তারা অংশ নেয়নি। আসন্ন আসরেও তাদের দেখা যাবে না। এবারের সিপিএলেও গত আসরের মতো ছয়টি দল খেলবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়া কিংস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বার্বাডোস রয়্যালস, ট্রিনবাগো নাইট রাইডার্স ও অ্যান্টিগা অ্যান্ড বার্বুদা ফ্যালকন্স।

 

আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৩৪টি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments