Friday, April 4, 2025
Homeসিলেট বিভাগসিলেটসিলেট পৌঁছেছেন মিজানুর রহমান আজহারী

সিলেট পৌঁছেছেন মিজানুর রহমান আজহারী

 

নিজস্ব প্রতিবেদক

 

তাফসির মাহফিলে যোগ দিতে সিলেট পৌঁছেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মাহফিল কমিটির সংশ্লিষ্টরা।

 

তাফসির মাহফিল কমিটির সূত্রে জানা যায়, সিলেটের এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষ দিন আজ শনিবার। এদিন রাত সোয়া ৮টার দিকে তার আলোচনা করার কথা রয়েছে।

 

এর আগে গতকাল শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘সিলেট বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকব সিলেটের এমসি কলেজ ময়দানে, আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

 

গত ৯ জানুয়ারি থেকে এমসি কলেজ মাঠে শুরু হয় তিন দিনব্যাপী এই তাফসির মাহফিল। ড. মিজানুর রহমান আজহারী ছাড়াও মাহফিলে তাফসির পেশ করবেন ইসলামি চিন্তাবিদ শায়েখ সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমির হামজা, মাওলানা সাদিকুর রহমান আনসারী, মাওলানা আবদুল্লাহ আল আমিন, শায়েখ ইসহাক আল মাদানিসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।

 

এদিকে তার মাহফিলকে ঘিরে ইতোমধ্যে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাঠ প্রস্তুতিসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ চলছে। পোস্টারিং, বিলবোর্ড ও মহানগরীর বড় বড় ডিজিটাল স্ক্রিন ও সাইনবোর্ড ছাড়াও অনলাইন, অফলাইনে ব্যাপক প্রচারণা চলছে আজহারীর মাহফিলকে কেন্দ্র করে।

 

সার্বিক নিরাপত্তার বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, আমাদের পুলিশ বাহিনী ছাড়াও অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তার কাজ চালিয়ে যাচ্ছেন। বাহিনীর পোশাক ছাড়াও সাদা পোষাকে দায়িত্বরত রয়েছেন তারা। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। জানমালের নিরাপত্তায় আমরা সদা জাগ্রত আছি।

 

১০ লক্ষাধিক লোক সমাগমের কথা চিন্তা করে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও মাহফিলের আয়োজক কমিটি দফায় দফায় বৈঠকে বসেছেন। জনভোগান্তি এড়াতে ও মাহফিলে আগতদের জন্য ব্যবস্থা ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments