Friday, April 4, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জসুনামগঞ্জের শান্তিগঞ্জে অ*গ্নি*কাণ্ডে নিঃস্ব ৪ পরিবার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অ*গ্নি*কাণ্ডে নিঃস্ব ৪ পরিবার

নিজস্ব প্রতিবেদক,

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে ফ্রিজ বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘর হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে ৪টি পরিবার। ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষাধিক টাকা।

 

শুক্রবার (১০ জানুয়ারী) বিকাল ৪ টায় দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্তরা হলেন, জামখলার বুলো মিয়ার ছেলে আলী আহমদ, মোজাফফর আলীর ছেলে রুকু মিয়া, গোলাম আলীর ছেলে বাবলু মিয়া ও সাবলু মিয়া।

ক্ষতিগ্রস্ত আলী আহমদ জানান , ‘শুক্রবার বিকাল ৪ টায় তাঁর বসতঘরের ফ্রিজ বিস্ফোরিত হয়ে আগুন লাগে। মুহুর্তেই আগুন অন্যান্য বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ৪ টি বসতঘর পুরোপুরি ভষ্মিভুত হয়ে পরনের কাপড়, আসবাবপত্র, স্বর্ণালংকার, দলিলদস্তাবেজ, এনআইডি কার্ড, জন্মনিবন্ধন সনদ, নগদ টাকা, ঘরে রাখা ধানসহ যাবতীয় সবকিছু। এতে ৪ পরিবারের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।’

 

তিনি আরো বলেন, ‘আমরা প্রত্যেকেই কৃষি কাজ করে সংসার চালাই। আমাদের ৪ পরিবারের ৩৮ জন সদস্যের বসবাস। অন্ন, বস্ত্র, বাসস্থান হারিয়ে আমরা সবাই এখন খোলা আকাশের নিচে বসবাস করছি। আমরা সরকার ও সমাজের বৃত্তবানদের সহযোগীতা চাচ্ছি।’

 

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে। আগামীকাল সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবো। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সব ধরনের সহযোগীতা দেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments