গোয়াইনঘাট সিলেট থেকে মতিউর রহমান (দুলাল)::
সিলেট জেলা ও মহানগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সই করা বিজ্ঞপ্তিতে এই দুই শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সদ্য ঘোষিত সিলেট জেলা আওয়ামী যুবলীগের কমিটিতে সহ সম্পাদক পদে স্থান পেয়েছেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এম মহিউদ্দিন মহি। জানাযায় মহি ছাত্র জীবনে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এর ফলশ্রুতিতে তিনি গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক পদে থেকে শেখ হাসিনা সরকারের ভিশন মিশন বাস্তবায়নে প্রতিটা আন্দোলন সংগ্রামে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে ছাত্র রাজনীতির ইতি টেনে সিলেট জেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত হয়ে জেলা যুবলীগের ভ্যানারে প্রতিটা কর্মসূচীতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়।
এছাড়া গোয়াইনঘাট উপজেলার অন্যান্যদের মধ্যে সদস্য হিসেবে স্থান পেয়েছেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, পূর্ব জাফলং ইউনিয়নের এডভোকেট রাশেদ পারভেজ লাভলু ও মহানগর যুবলীগের সদস্য হিসেবে স্থান পেয়েছেন পূর্ব আলীর গাঁও ইউনিয়নের আলামীন আরিয়ান।
সিলেট জেলা যুবলীগের কমিটিতে স্থান পাওয়া গোয়াইনঘাট উপজেলার নতুন নেতৃবৃন্দকে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
মহি উদ্দিন মহি বলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবো।
তাছাড়া তিনি আরও বলেন আমাকে সিলেট জেলা যুবলীগের কমিটিতে সহ-সম্পাদক পদে মনোনীত করায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জোয়ার্দার শৈকত, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড.রেজাউল কবির রকি, সিলেট জেলা যুবলীগের সভাপতি ওসমানী নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ভিপি শামীম আহমদ ও সংগ্রামী সাধারণ সম্পাদক প্রিয় নেতা আলহাজ্ব শামীম আহমদ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।