নিজস্ব প্রতিনিধি,
ঢাকা-সিলেট মহাসড়কে একটি অটোরিকশায় ট্রাকের চাপায় দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ শনিবার সকাল ৮টার দিকে মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরের দরগাহ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার মেয়ে ঊর্মি আক্তার (২০)। অপরজন একই জেলার হবিগঞ্জ উপজেলার জান্তুরি গ্রামের মো. সেলিম মিয়ার মেয়ে দিলারা বেগম (৩২)।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, নিহত শ্রমিকেরা বাদশা কোম্পানির পাইওনিয়ার ডেনিম কারখানার শ্রমিক। সকালে অটোরিকশায় তাঁরা কারখানায় যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের দরগাহ গেট এলাকায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন।
ওসি মাহমুদুল হক আরও জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।