ক্রীড়া প্রতিবেদক,
চলমান বিপিএলে ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন ইয়াসির রাব্বি। দুর্বার রাজশাহীর হয়ে এবারের আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ২১০ রান করেছেন এই ব্যাটার। যা আসরের তৃতীয় সর্বোচ্চ রান। আজ (শুক্রবার) সিলেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলেছেন রাব্বি। তার ধারাবাহিক রান পাওয়ার নেপথ্য রহস্য জানিয়েছেন রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়।
খুলনার বিপক্ষে ২৮ রানে জয়ের পর রাব্বিকে নিয়ে রাজশাহীর দলনেতা বিজয় বলেন, ‘সত্যি যদি বলি, বিপিএলের শুরুতেই যখন আমাদের কথা হয়, যারা মোটামুটি জানি নিয়মিত ম্যাচ খেলব, সেখানে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। অনেক দলে থাকে যে, তারা অনেকসময় জানে না প্রতিটা ম্যাচ খেলবে কি না। ফলে পরিকল্পনা করতে কঠিন হয়ে যায়।’
দলের সবাই পরিকল্পনা অনুযায়ী মাঠে নামেন বলেও জানান রাজশাহীর অধিনায়ক, ‘ইয়াসির-তাসকিনরা জানে, আমি-জিসান কিংবা যারা আসছে বা খেলছে নিয়মিত; তারা জানে যে তারা নিয়মিত খেলবে এবং সুযোগ পাবে। তখন ওদের জন্য একটা পরিকল্পনা করা সহজ হয়ে যায়। আমি মনে করি ওদের সঙ্গে যখন কথা বলেছি অনুশীলনে, তখনই আমাদের কী করণীয়, কী কী করতে হবে পুরো টুর্নামেন্টে, কতটুকু সুযোগ আছে, কী পরিকল্পনায় আমরা নামবো; সেগুলো মোটামুটি একটা কথোপকথন হয়েছে।’
পরবর্তী ম্যাচগুলোতেও ইয়াসির রাব্বির কাছ থেকে এই ফর্মটা চান বিজয়, ‘ও যখন পারফর্ম করছে, ওর সঙ্গে কথা হচ্ছে। নিজের পরিকল্পনাতেই অটুট আছে। আমার মনে হয় যে ওর বিপিএলে সবচেয়ে টপ টুর্নামেন্টের মধ্যে এই বছরটা যাচ্ছে। আশা করি এটা চালিয়ে যেতে পারবে ওর যে পরিকল্পনা আছে। ওর কাছ থেকে আরও কিছু ইনিংস পাব বলে আশাবাদী।’
জাতীয় দল নিয়ে ইয়াসিরের ভাবনাও জানালেন বিজয়, ‘সে খুব ইতিবাচক মানসিকতায় আছে। খুব ইতিবাচক ছেলে। অবশ্যই আমাদের সঙ্গে কথা হয়, একসঙ্গে আমরা আছি এবং কথা বলছি কীভাবে আরও উন্নতি করা যায়, দলকে কীভাবে মোটিভ করা যায়। আমার ও ইয়াসিরের ওপর একটা দায়িত্ব আছে। যেটা ও খুব ভালো মতো কাজে লাগাচ্ছে। সবসময় সে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে। বিপিএল একটা আলাদা মঞ্চ, যেখানে আসলে অনেক বেশি হাইলাইট হওয়ার সুযোগ থাকে। আশা করি ও চালিয়ে যাবে আর মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছে।