স্টাফ রিপোর্টার,
সুনামগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ হয়ে সাইদুল ইসলাম নামে একজন যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে বিশম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপি সীমান্তে এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম উপজেলার গামাইতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। নিহতের পরিবারের দাবি, সন্ধ্যার দিকে মাঠ থেকে নিজের গরু আনার সময় বিএসএফের ছোঁড়া গুলিতে সাইদুলের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, বিএসএফ নাকি অন্য কারও গুলিতে সাইদুল মারা গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এজন্য কড়াইগড়া বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। পতাকা বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।