Friday, April 4, 2025
Homeসিলেট বিভাগহবিগঞ্জদায়ীত্ব গ্রহণের আগেই হবিগঞ্জের এসপি শাহাজাদার বদলির আদেশ বাতিল

দায়ীত্ব গ্রহণের আগেই হবিগঞ্জের এসপি শাহাজাদার বদলির আদেশ বাতিল

 

 

রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধিঃ

হবিগঞ্জে নতুন পুলিশ সুপার এ. এন. এম সাজেদুর রহমানকে নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। একই সাথে মোঃ আসলাম শাহাজাদার বদলির আদেশও বাতিল করা হয়েছে।

গত ১১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে মোঃ আসলাম শাহাজাদাকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসাবে নিয়োগ দেয়া হয়েছিল।

বর্তমান পুলিশ সুপার মো. রেজাউল হক খান গত ৩১ আগস্ট পুলিশ সুপার হিসেবে এই জেলায় যোগদান করেন। এরপর তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি করা হয়। এর তিন মাস পর রেজাউল হক খানের স্থলাভিষিক্ত হন মোঃ আসলাম শাহাজাদা। কিন্তু একমাসের মাথায় আবার তাকেও বদলী করা হয়। তবে, এখন পর্যন্ত পুলিশ সুপারের দায়ীত্ব পালন করছেন মো. রেজাউল হক খান। এ. এন. এম সাজেদুর রহমানকে পুলিশ সুপার করে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments