Friday, April 4, 2025
Homeসিলেট বিভাগহবিগঞ্জবানিয়াচংয়ে রাখালের লাঠির আঘাতে প্রান গেলো শিশু তরিকুলের

বানিয়াচংয়ে রাখালের লাঠির আঘাতে প্রান গেলো শিশু তরিকুলের

 

 

শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি ঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে গরু রাখালের লাঠির আঘাতে ৯ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

জানাযায়,৫জানুয়ারি(রবিবার)বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুঙ্গিয়াজুড়ি জালালপুর হাওরে দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।

 

নিহত শিশু তরিকুল মিয়া(৯)সে ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের নূর মিয়ার পুত্র

 

নিহত শিশু তরিকুল হাওরের কৃষি জমি থেকে টমেটো উত্তোলন করার জন্য শ্রমিকের কাজ করতে গিয়েছিলো।

 

সূত্রে জানাযায়,একই ইউনিয়ন এর তাতারী মহল্লার মৃত মিজান উল্লার পুত্র ইরফান আলী(৫০),গুঙ্গিয়াজুড়ি হাওরে গরু রাখালের কাজ করতেন।

 

তার লাঠির আঘাতে হত্যা করা হয়েছে বলে দাবি নিহত শিশু তরিকুল এর পিতা নূর মিয়ার।

 

ঘটনাটি দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে রাখাল ইরফান আলী গরুর দিকে লাঠি উড়িয়ে মারলে শিশু তরিকুলের উপর আঘাত আনলে মাটিতে লুটিয়ে পরে যায় বলে দাবি রাখালের।

এই লাঠির আঘাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় শিশু তরিকুল মিয়ার(৯)।

 

এই খবরটি তরিকুলের পরিবারসহ আশপাশের লোকজনের মধ্যে জানাজানি হলে হাওরের দিকে ছুটে চলেন এলাকাবাসী।এসময় শিশু তরিকুলের পিতা ঘটনাটি তার ইউপি সদস্য শাহেদ মিয়াকে ফোনে অবগত করেন।

 

তাৎক্ষণিক ইউপি সদস্য শাহেদ মিয়াও এলাকার লোকজনকে সাথে নিয়ে বড় বান্দের

(আলীপুর)ছুটে যান।সেখান থেকে শিশু তরিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

 

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সিতে (ডিউটিরত)কর্তব্যরত ডাক্তার তরিকুল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলেও জানান শাহেদ মিয়া।

 

এব্যাপারে এসআই আওয়ালের সাথে মুঠোফোনে বেলা ৪ টা ২৮ মিনিটে যোগাযোগ করা হলে তিনি এসবের সত্যতা নিশ্চিত করে জানান,নিহত শিশু তরিকুলকে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছেন এবং রাখাল ইরফান আলীকে আটক করে থানায় আনার বিষয়টি নিশ্চিত করেন।

 

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)কবির হুসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি এসবের সত্যতা নিশ্চিত করে জানান,এই বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments