Saturday, April 12, 2025
Homeবিনোদনতাহসানের বিয়ে : ভাঙনের সুর মিথিলা'র সংসারে!

তাহসানের বিয়ে : ভাঙনের সুর মিথিলা’র সংসারে!

 

বিনোদন প্রতিবেদক :

প্রায় আট বছর অর্থাৎ ২০১৭ সালের ঘটনা। বাংলাদেশী মডেল -অভিনেতা ও গায়ক তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা হঠাৎই নিজেদের ভক্তদের চমকে দেন! এই সাবেক তারকা দম্পতি নিজেদের দাম্পত্য বিচ্ছেদের ঘোষণা দেন। বিয়ের প্রায় এক যুগ পর তাদের সংসারে ভাঙনের খবর ছিল সবার কাছেই অপ্রত্যাশিত। গায়ক তাহসানের সঙ্গে বিচ্ছেদের দুই বছরের মাথায় কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। এরপর মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়িতে স্থায়ী হন মিথিলা।

 

সাবেক স্ত্রী মিথিলা’র সঙ্গে বিবাহবিচ্ছেদের পরও সাত বছর সিঙ্গেল ছিলেন অভিনেতা তাহসান খান। গেলো সাত বছরে নতুন করে তার সম্পর্কের কোনো খবর পাওয়া যায়নি। তবে শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই চাউর হয় তাহসানের বিয়ের খবর। বেলা গড়িয়ে রাত নামতেই জানা যায়, সন্ধ্যায় ঢাকায় একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আয়োজনে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করছেন তিনি। সংবাদমাধ্যমে তার বিয়ের খবর আসতেই ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন অভিনেতা। নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন অনেকেই।

 

এদিকে সাবেক স্বামী তাহসান নিজের দ্বিতীয় বিয়ের খবরে আরও একবার সংবাদের শিরোনামে এলেন। তার সাবেক স্ত্রী মিথিলার প্রতিক্রিয়া জানার চেষ্টা করলেন নেটিজেনরা। অবশ্য অভিনেত্রী তাহসান – রোজা’র বিয়ে নিয়ে এখনো কোনো মন্তব্য বা শুভেচ্ছাবার্তা জানাননি মিথিলা।

অবশ্য শনিবার ভোরেই মেয়ে আইরার সঙ্গে একটি ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন মিথিলা। সেই ছবিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। একপর্যায়ে ফেসবুক থেকে স্টোরিটি ডিলিট করে দেন অভিনেত্রী।

 

তাহসানের বিয়ের খবরের পর ফের গুঞ্জন শোনা যাচ্ছে – তাহসান জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেও মিথিলা’র সংসারে আবারও ভাঙনের সুর বেজে ওঠেছে। বেশ কিছু দিন ধরেই মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে ঢাকায় থাকছেন মিথিলা। পরিচালক সৃজিতের পাশে দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে না তাকে। এমনকী আইরাকে ঢাকায় একটি স্কুলে ভর্তিও করিয়েছেন অভিনেত্রী।

 

মিথিলা – সৃজিতের বৈবাহিক জীবনে যে দূরত্বের সৃষ্টি হয়েছে – এটি সৃজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে। গেলো ২৩ সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা যায়নি মিথিলাকে। শোনা যায়, সেই সৃজিতের জন্মদিনের সময় থেকেই আলাদা থাকছেন দু’জন। স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মেয়ে আইরাকে সৃজিত খুব মিস করছেন বলেও জানা যায়। বর্তমানে দু’জন রয়েছেন দুই প্রান্তে। একজন বাংলাদেশে, অন্যজন ভারতের কলকাতায়। তবে কী কারণে তাদের মাঝে এই দূরত্ব, সেটি অবশ্য স্পষ্ট কিছু জানা যায়নি।

 

এদিকে, তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর সৃজিতকে বিয়ে করায় নেটিজেনদের কম কটাক্ষ শুনতে হয়নি মিথিলাকে। তবু সেসব কানে নেননি তিনি। এবার তাহসানের বিয়ের খবরেও নতুন করে আলোচনায় এলেন মিথিলা। সেখানেও ওঠে আসছে সৃজিতের সঙ্গে তার বিয়ে, সংসার ও বিচ্ছেদের গুঞ্জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments