Friday, April 4, 2025
Homeখেলাধুলাক্রিকেটবিসিবি সভাপতির দুর্ব্যবহার, বোর্ড ছাড়ার ইঙ্গিত ফাহিমের

বিসিবি সভাপতির দুর্ব্যবহার, বোর্ড ছাড়ার ইঙ্গিত ফাহিমের

স্পোর্টস ডেস্ক,

 

মাঠে রানের উৎসব মন ভরাচ্ছে খেলা দেখতে আসা দর্শকদের। কিন্তু খেলার আগে পর্যন্ত বাকি সব ইস্যুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে ব্যাপক সমালোচনা। টিকিট না পেয়ে গেইট ভেঙেছেন দর্শকরা। হয়েছে ভাংচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা। আবার প্রেসিডেন্সিয়াল বক্সে বিসিবি সভাপতির সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তার দুর্ব্যবহার– সবই দেখা গিয়েছে বিপিএলের প্রথম পর্বে।

 

বিপিএল সিলেটে চলে গেলেও বিতর্কটা যেন রেখে গেছে ঢাকাতেই। এবারে অভিযোগের তির বিসিবি সভাপতি ফারুক আহমেদের দিকে। বোর্ডের আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এসেছে তার প্রতি। দেশের এক বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে পরিচালক ফাহিম স্বীকার করেছেন বিষয়টি।

 

ঠিক কী বলেছিলেন বোর্ড সভাপতি, সেটা অবশ্য ক্যামেরার সামনে প্রকাশ করেননি দেশের এই বর্ষীয়ান কোচ ও ক্রিকেট সংগঠক। ‘ওরকম একটা মন্তব্য… আমি স্পেসেফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়ত আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না।’

 

নাজমুল ফাহিমের ভাষ্য, ‘আমি জানিনা কেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছে। তবে আমি খুব অবাকও হয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমি মোটেই আশা করিনি ওরকম একটা মন্তব্য। আর সেটা অনেকগুলো মানুষের সামনে। সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিল।’

 

এমনকি বোর্ড থেকে সরে যাওয়ার কথাও সেই টিভি চ্যানেলের সামনে বলেছেন নাজমুল আবেদিন ফাহিম, ‘আমার মাঝেমাঝে মনে হয় বোর্ডে না থাকলেই বুঝি ভালো হয়। কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি, তা বোর্ডে থেকে সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি, আমাকে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারি, তারচে ভালো বাইরে থাকা।’

 

আলাপের এক পর্যায়ে বোর্ডে কাজ করার ক্ষেত্রে স্বাধীনতা পাওয়া না পাওয়ার কথাও তুলেছেন তামিম-সাকিবদের গুরু ফাহিম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments