বিনোদন প্রতিবেদক :
ভারতের কলকাতার টিভি সিরিয়ালের দর্শকপ্রিয় অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। গেলো বছরের নভেম্বরে এই অভিনেত্রীর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়েছে। এরপর তার প্রিয় পোষ্যটিও মারা যায়। অমন দুর্যোগময় সময়ে রিয়া’র জন্যে একমাত্র সুখবর ছিল – ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ ছবিতে অভিনয় করা। ওই সময়ে কলকাতার সংবাদমাধ্যমে রিয়ার ভাষ্য ছিল – মাস দুয়েক আগেও চোখের জল ফেলতে ফেলতে দিন কেটেছে। আর এখন আমি উত্তেজনায় ফুটছি।
জানা গেছে, বাংলাদেশী তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রিয়াকে। এই ছবিতে তিনি নাকি ইধিকা পালের বোনের চরিত্রে অভিনয় করেছেন। তবে এই প্রসঙ্গে রিয়ার ভাষ্য – আমাকে কীভাবে দেখা যাবে, তা পর্দার জন্য তোলা থাক। আমি এখন কিছুই বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি, যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রেই আপনারা আমাকে দেখতে পাবেন।
জানা যায়, ইতিপূর্বে রিয়া টিভি সিরিয়াল ‘মিঠিঝোরা’, ‘অমরসঙ্গী’, ‘৩৬ ঘণ্টা’য় অভিনয় করেছেন। বলা যায়, এই অভিনেত্রী সেখানকার সিরিয়ালের জনপ্রিয়। বেশির ভাগ সময়েই তাকে খলচরিত্রে পাওয়া গেছে। তিনি দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘শোলাঙ্কি’ নামের ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
কলকাতা ও মুম্বাইয়ে বরবাদ ছবির শুটিং করেছেন। বাকি রয়েছে আরও কিছু দিনের শুটিং। এখন ইধিকার শুটিং চলছে। এদিকে, বাংলাদেশে আসারও প্রস্তুতি চলছে রিয়া’র। জানা যায়, ভিসা সমস্যার বর্তমান পরিস্থিতি মিটলেই তিনি উড়ে আসবেন ঢাকায়।