Friday, November 22, 2024
Homeসিলেট বিভাগবানিয়াচংয়ে খামারের বৈদ্যতিক ফাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বানিয়াচংয়ে খামারের বৈদ্যতিক ফাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

 

শাহ সুমন,( বানিয়াচং) প্রতিনিধি::

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাসের খামারে শিয়ালে উৎপাত ঠেকাতে স্থাপিত বিদ্যুতের পাতানো ফাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুর নাম রাসেল মিয়া(৪)। সে বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিন-পূর্ব ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মোঃ নিদু মিয়ার পুত্র।
ঘটনাটি ঘটেছে রবিবার(৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় মোহাম্মদপুর বেড়িবাধে।

এলাকাবাসী সূত্রে জানা যায় যোগাযোগ বিচ্ছিন্ন মোহাম্মদপুর বেড়িবাধে নিহত শিশুর পরিবার বসবাস করতেন। পরিবারটির পড়শী মোতাব্বির মিয়ার পুত্র সুমন মিয়া বসত ঘরের সামনে একটি ঘর তুলে হাসের খামার স্থাপন করেছেন।
ওই এলাকাটি জঙ্গলাকীর্ণ হওয়ায় শিয়াল সাপ সহ বিভিন্ন বন্য-জন্তু রাত হলে উৎপাত করে।
বন্য-জন্তুর উৎপাত ঠেকাতে ঘরের টিনের বেড়ায় বৈদ্যতিক সংযোগ দিয়ে রেখেছিলেন খামারের মালিক সুমন।

ঘটনার সময় ওই শিশুটি খেলতে খেলতে টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃস্ট হয়ে গুরুতরভাবে আহত হয়।শিশুটিকে বাচাতে গিয়ে তার মা ও নানী আহত হয়েছেন।গুরুতর আহত শিশুটিকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়।খামার মালিক সুমনের চাপে তড়িগড়ি করে লাশ দাফনের চেষ্টাকালে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু মৃত্যুর ঘটনা স্বীকার করে জানান,এ ব্যাপারে নিহত শিশুর পরিবার মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যাবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments