রনি আহমদ, দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৮ লক্ষ টাকার চোরাচালানের মালামাল আটক করেছে বিজিবি। আজ শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবি’র অধীনস্থ একাধিক বিওপি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, চিনি, গরু, বিয়ার, কম্বল ও বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে রসুন, পাথর, শিং মাছসহ মালামাল পরিবহনে ব্যাবহৃত পিকআপ ও ট্রাক আটক করা হয়।
যার আনুমানিক সীজার মূল্য প্রায় ১ কোটি ৮ লক্ষ ৯৭ হাজার টাকা। এদিকে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র তৎপরতা অব্যাহত রয়েছে ও আটককৃত মালামালের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান।