Wednesday, April 2, 2025
Homeলিড সংবাদবাংলাদেশে অনুপ্রবেশকালে মেডিসিন পাউডারসহ ভা*রতীয় নাগরিক আ*টক

বাংলাদেশে অনুপ্রবেশকালে মেডিসিন পাউডারসহ ভা*রতীয় নাগরিক আ*টক

 

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদশে অনুপ্রবেশের সময় ডাব্বর লাং নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

এ সময় আটক কৃতকে তল্লাশি করে তার কাছ থেকে ২৫ গ্রাম ভারতীয় মেডিসিন অ্যাডানক পপাউডার উদ্ধার করা হয়।

 

আটককৃত ওই ভারতীয় নাগরিক ভারতের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেন সুটিংয়ের ছেলে ডাব্বর লাং (২৬)।

 

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টায় জাফলংয়ের নতুন সংগ্রাম পুঞ্জি নামক এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাতে ভারতীয় নাগরিক ডাব্বর লাং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেস্টার সময় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নং ১২৭২/৬-এস হতে আনুমানিক ৫ শত গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে স্থানীয় জনসাধারণের সহায়তায় বিওপির টহলদল তাঁকে আটক করে।

 

ভারতীয় মেডিসিন অ্যাডানকসহ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ভারতীয় নাগরিকে আটকের সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, প্রচলিত আইনে অভিযোগ দায়ের করে উদ্ধারকৃত মেডিসিনসহ ভারতীয় নাগরিককে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments