Friday, April 4, 2025
Homeবিনোদননেচে কটাক্ষের শিকার হলেন তাসনিয়া ফারিণ!

নেচে কটাক্ষের শিকার হলেন তাসনিয়া ফারিণ!

 

 

বিনোদন প্রতিবেদক :

অভিনেত্রী তাসনিয়া ফারিণ দেশী টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী। চলতি সময়ের এই অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতা আর মিষ্টি গানের গলায় ভক্ত – অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। শুধু অভিনয় কিংবা গান নয়, নাচেও রয়েছে তার বেশ দক্ষতা। সম্প্রতি একটি সাংবাদিক সংগঠনের বিশেষ সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে নাচ করেছেন ফারিণ।

 

রাজধানীর একটি হোটেলে গেলো শনিবার (২৮ ডিসেম্বর) ওই অনুষ্ঠানের মঞ্চে ফারিণের নাচের সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, তার পরনে কালো জিন্স পায়ে হাই হিলে গানের তালে মঞ্চ মাতাচ্ছেন ফারিণ। তবে ফারিণের নাচ দেখে বেশ কটাক্ষ করেছেন অনেক নেটিজেন। একজন ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন – ‘নায়িকারা যত জনপ্রিয় হয়ে ওঠে তত তাদের ধীরে ধীরে পোশাকটা ছোট হতে থাকে।’ আরেকজন লেখেন – ‘তার জনপ্রিয়তা নষ্ট করল সে নিজে।’ আরেকজন নেটিজেন লেখেন – ‘কাপড় আস্তে আস্তে আরও ছোট হয়ে যাবে। ব্যাপার না। সস্তা জনপ্রিয়তা অর্জন করতে হবে।’

 

উল্লেখ্য, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় পা রাখেন তাসনিয়া। মায়ের ইচ্ছাতে অভিনয় শুরু তার।২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সঙ্গে কাজ করেন। একই বছর ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় ফারিণকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments