Friday, April 4, 2025
Homeখেলাধুলাক্রিকেটঅন্যরকম বিপিএলের এ কেমন শুরু!

অন্যরকম বিপিএলের এ কেমন শুরু!

স্পোর্টস ডেস্ক,

 

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশের ক্রিকেটের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য বছরজুড়ে অপেক্ষায় থাকেন ভক্ত-সমর্থকরা। এবার বসেছে বিপিএলের একাদশ আসর। আগের ১০ বারের চেয়ে এবারের টুর্নামেন্টকে অন্যরকম বলছেন সংশ্লিষ্টরা। যাদের মধ্যে আছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

 

সবার প্রত্যাশা ভালো একটি টুর্নামেন্ট হবে এবার। আয়োজন হবে বেশ গোছানো। সেজন্য কাজ করেছে বিসিবি ও বিপিএল কমিটি। কিন্তু, মাঠের খেলা শুরুর আগে বরাবরের মতো দেখা দিয়েছে বিশৃঙ্খলা। টিকিট নিয়ে প্রতিবারের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে এবারও। মিরপুরে মারামারি ও ভাঙচুরে জড়িয়ে পড়েছে টিকিট প্রত্যাশী সাধারণ দর্শকরা।

 

দিনের শুরুতে টিকিটের জন্য লাইন দিয়ে আশাহত হয় দর্শক। ক্ষুব্ধ দর্শক এক পর্যায়ে আটকে দেয় দুর্বার রাজশাহীর টিম বাস। নিরাপত্তাকর্মীরা সেখান থেকে দর্শকদের ছত্রভঙ্গ করে। এরপর ক্ষুব্ধ দর্শক আটকে দেয় মেহেদী হাসান মিরাজের গাড়ি। বেকায়দায় পড়েন এই অলরাউন্ডার।

 

এসব ঝামেলা সামলানো হলেও বড় ঝামেলা ছিল অপেক্ষায়। লাঠিসোটা হাতে সমর্থকের একাংশ এগিয়ে যায় দুই নম্বর গেটের দিকে। এটি স্টেডিয়ামের ভিআইপি গেট। যেখান দিয়ে মূলত খেলোয়াড়রা প্রবেশ করেন। একটা সময় তারা ভেঙে ফেলে গেট, ব্যানার ও ব্যারিকেড। উত্তেজনা বিরাজ করে গোটা স্টেডিয়াম এলাকায়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করলেও দর্শকের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের বহিঃপ্রকাশ বাড়তে থাকে। মূলত, টিকিট না পেয়ে এবং বিসিবির অব্যবস্থাপনার ওপর নাখোশ তারা। অন্যরকম বিপিএলের যে বুলি মুখে মুখে, শুরুতেই দেখা গেল ভিন্ন চিত্র।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments