Saturday, April 12, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জদোয়ারা বাজারে মাদ্রাসার ছাত্র বিদ্যুতস্পৃষ্টে আহ*ত, পরিবার পরিজনদের সহযোগিতার আহবান!

দোয়ারা বাজারে মাদ্রাসার ছাত্র বিদ্যুতস্পৃষ্টে আহ*ত, পরিবার পরিজনদের সহযোগিতার আহবান!

 

 

দোয়ারা বাজার, সুনামগঞ্জ প্রতিনিধি::

 

সুনামগঞ্জ দোয়ারা বাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে মোঃ রাহুল ইসলাম নাহিদ (৮) নামের এতীম অসহায় এক মাদ্রাসার শিক্ষার্থী।

 

গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে দোয়ারাবাজার  উপজেলার বাংলা বাজার ইউনিয়নের কলোনি গ্রামের নুরানিয়া হাফিজীয়া মাদ্রাসার ছাত্র মসজিদের নবনির্মিত ছাদের উপর খেলাধুলার সময় এ দূর্ঘটনা ঘটে। আহত মাদ্রাসার এতীম অসহায় ছাত্র বাংলা বাজার ইউনিয়নের কলোনি গ্রামের মৃত ইয়াকুব আলী ভূইয়ার ছেলে।

 

জানা যায়, কলোনী জামে মসজিদের নবনির্মিত দু’তলা ছাদের উপরে বিদ্যুৎ তাঁরের‌ সাথে বিদ্যুস্পৃষ্ট হয়ে হাতসহ সারা শরীর পুড়ে ক্ষতবিক্ষত হয়ে যায়। এমন সময় লোকজন জমাট হয়ে তড়িঘড়ি করে তাকে মুমূর্ষু অবস্থায় এম এ জি ওসমানী মেডিকেল সিলেট আনা হয়, এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ সিলেট আনলে ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা করে প্লাস্টার পূর্বক বার্ন ইউনিট মেডিক্যাল কলেজ ঢাকা রেফার্ড করেন।

 

এলাকাবাসী জানান, মাদ্রাসার এতীম অসহায় শিক্ষার্থী রাহুল ইসলাম নাহিদ তার খুব ভয়াবহ অবস্থা, তার সমস্ত শরিরে ক্ষত বিক্ষত হয়ে গেছে, তাকে পুর্ন চিকিৎসা করা সম্ভব হবে না তার পরিবারের। তাই সবার সহযোগিতা প্রয়োজন, আপনার সাহায্য সহযোগিতায় বেচে যাবে একটি প্রাণ একটি এতীম অসহায় হতদরিদ্র কোরআনের পাখি মাদ্রাসার শিক্ষার্থী।

 

মানবিক পুলিশ অফিসার নজরুল ইসলাম বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই বাক্যটি বাস্তবে প্রমাণ করার এখনি সময়?,দয়া করে তার জন্য যে যার জায়গা থেকে কিছু সহযোগিতা করুন। আমাদের গ্রামের এক দরিদ্র ছেলে গতকাল কারেন্টের শটে মারাত্মকভাবে আহত হয়েছে। তার হাত একদম ঝলসে গিয়ে খন্ডিত হয়ে গেছে। এই অবস্থায় তার পরিবারের পক্ষে তাঁর চিকিৎসা করানো একেবারেই সম্ভব নয়, কারণ তার পরিবার অত্যন্ত গরীব ও অসচ্ছল।

তিনি আরও বলেন, মানবিকতার খাতিরে আমরা সবাই যদি একটু সাহায্যের হাত বাড়াই, তাহলে তার জীবন বাঁচানো সম্ভব হবে। আপনার আমার সামান্য একটু সহযোগিতা তার জন্য হতে পারে তাঁর নতুন জীবনের পথচলা। আপনার একটি ছোট্ট আর্থিক সহায়তাই হতে পারে তার চিকিৎসার সমাধান।

 

মাহফুজুর রহমান সুমন বলেন, দয়া করে যার যতটুকু সম্ভব তাঁকে সহযোগিতা করুন, মানবিকতা আমাদের বড় পরিচয়। আপনার সামান্য একটু সহায়তা একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারে। মানবিক আবেদন! এতিম শিশু ছেলেটির ব্যয়বহুল চিকিৎসার জন্য সবাই এগিয়ে আসুন! বিশেষ করে এলাকার সকলের সুদৃষ্টি কামনা করছি।

 

ওয়াসিম আকরাম বলেন, কিছু দিন আগে আমরা সবাই যেমন করে আমাদের এলাকার শামিমের পাশে দাঁড়িয়ে সেবা ও সহযোগিতা করেছি এবং তাকে আল্লাহর কৃপায় সুস্থ করে এনেছি, ঠিক এভাবেই এই এতীম অসহায় হতদরিদ্র কোরআনের পাখি মাদ্রাসার শিক্ষার্থীকেও সহযোগিতা করে তার পাশে দাঁড়ানো উচিৎ।

 

উক্ত মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুদ্দীন সাহেব বলেন, আমরা প্রায় তিন মাস আগে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের কে বলেছি এখানে বিদ্যুতের একটা খুটি পড়ে গেছে কারেন্টের লাইন ঝুলছে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে, আপনারা এই খুটি টি দ্রুত সরানোর ব্যবস্থা করেন। পল্লী বিদ্যুৎতের তারা আমাদের কথা কানে নেয় নাই। যেই কথা সেই কাজ, কিছু দিন যেতে না যেতেই দুর্ঘটনা ঘটেই গেল, এতীম অসহায় বাচ্চাটার অবস্থা এখন কি হবে, কে নিবে তার দায়িত্ব? দেশ বিদেশে অবস্থানরত সামর্থ্যবানের সহায়তা একান্ত কামনা করি। প্রয়োজনে : (01713803481 বিকাশ) মহান মালিক যেন সকলের দান ও সহযোগিতাকে কবুল করেন আমিন।

বাংলাবাজার পল্লী বিদ্যুৎতের অভিযোগ কেন্দ্রের কর্মকর্তা কামরুজ্জামান বলেন, আমরা শুনেছি এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, এবং এব্যাপারে অবগত আছি কিন্তু এখন পর্যন্ত কেউ আমাদের অফিসে আসে নাই, আমরা তাদেরকে বলেছিলাম অফিসে এসে কথা বলার জন্য কিন্তু উনারা কেউ আসে নাই।

দোয়ারাবাজার পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করলে তারা আমাদের সাথে কথা বলতে অনিহা প্রকাশ করে, তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই, আংশিক কথা বলে কল কেটে দিছে, কল কাটার আগে তিনি বলেন আমরা বিষয় টা দেখছি কি করা যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments