Friday, April 4, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারপুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে কমলগঞ্জে ভাতিজার হা*মলায় চাচা আ-হত

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে কমলগঞ্জে ভাতিজার হা*মলায় চাচা আ-হত

নিজস্ব প্রতিবেদক,

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে আপন চাচাকে রক্তাক্ত জখম করেছে ভাতিজা মকুল ভট্রাচার্যের পুত্র টিটু ভট্টাচার্য্য। হামলায় আহত চাচা বকুল ভট্টাচার্য্য (৫২ ) এর স্ত্রী জয়া ভট্টাচার্য্য বাদি হয়ে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২৯/১২/২০২৪ইং তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকায় হামলার ঘটনা ঘটেছে।

পূর্ব বিরোধের জের ধরিয়া বিবাদী টিটু ভট্টাচার্য্য বাদীর পরিবারের সহিত মারধর করার পায়তারা করিয়া আসিতেছে। ঘটনার সময় টিটু ভট্টাচার্য্য চাচার পুকুরে জোর পুর্বক মাছ ধরতে গেলে চাচা বাধা নিষেধ করিলে তাকে গালিগালাজের এক পর্যায় দেশীয় অস্র নিয়ে হামলা করলে চাচা বকুল ভট্টাচার্য্য রক্তাক্ত জখমে গুরুতর আহত হন।

সুযোগমতে বাদীর ছেলের বাম প্যান্টের পকেট থেকে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা নিয়া যায়। ঘটনাস্থলে বাদির স্বামীকে প্রকাশ্যে হুমকি ধমকি দিয়া ঘটনাস্থল ত্যাগ করে টিটু ভট্টাচার্য্য। পরে থাকে উদ্বার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসংবাদ পরিবেশন পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

কমলগঞ্জ থানার এস আই মো: সবুজ মিয়া জানান, থানায় লিখিত অভিযোগ করা হয়েছে তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments