Saturday, April 12, 2025
Homeখেলাধুলাক্রিকেটঅবশেষে বিপিএলের টিকিটমূল্য প্রকাশ, অনলাইন-অফলাইনে কিনবেন যেভাবে

অবশেষে বিপিএলের টিকিটমূল্য প্রকাশ, অনলাইন-অফলাইনে কিনবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক,

 

ভোর থেকেই হোম অব ক্রিকেট–খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছেন ক্রিকেটভক্তরা। তবে এবার কোনো আন্দোলন নয়, বিপিএল শুরুর ২৪ ঘণ্টা আগেও টিকিট না পাওয়ায় হতাশ তারা। এরপরই টিকিটের মূল্য (BPL 2025 ticket price) প্রকাশ করেছে বিসিবি। একইসঙ্গে টিকিট কেনার উপায় এবং স্থানও জানানো হয়েছে।

 

আজ (রোববার) বেলা ১২টায় এক বিবৃতিতে টিকিট ক্রয় ‍সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইন দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বিকেল ৪টা থেকে। সন্ধ্যা ৭টা পর্যন্ত সেই সুযোগ থাকবে। এ ছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে।

 

অন্যদিকে, অনলাইনে টিকিট নেওয়া যাবে অফিসিয়াল এই ওয়েবসাইট থেকে।

 

ক্যাটাগরিভিত্তিক বিপিএল টিকিটের মূল্য

 

১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২০০০ টাকা

 

২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২০০০ টাকা

 

৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) : ১০০০ টাকা

 

৪. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) : ৮০০ টাকা

 

৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) : ১০০০ টাকা

 

৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড) : ৫০০ টাকা

 

৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৫০০ টাকা

 

৮. সাউদার্ন গ্যালারি : ৩০০ টাকা

 

৯. নর্দান গ্যালারি : ৩০০ টাকা

 

১০. ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা

 

১১. ক্লাব হাউস সাউথ – শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) : প্রতি টিকিটে ৬০০ টাকায় ৩০০টি আসন পাওয়া যায়।

 

১. মিরপুর শাখা (মিরপুর ১১),

২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন),

৩. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড),

৪. গুলশান শাখা (গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি),

৫. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭),

৬. কামরাঙ্গীর চর শাখা,

৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments