Friday, April 4, 2025
Homeবিনোদনকার প্রেমে মজেছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

কার প্রেমে মজেছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

 

 

বিনোদন প্রতিবেদক :

প্রথমে ছিলেন কলকাতার টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় নায়িকা। এরপর প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করেন ঢাকার চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে। প্রথম ছবি বাংলাদেশী ‘প্রিয়তমা’ দিয়ে দারুণ জনপ্রিয়তা লাভ করেন ইধিকা পাল। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন। ঢালিউডের পর কলকাতার টলিউডে পা দিয়েও সুপারহিট ইধিকা। দেবের সঙ্গে জুটি বেঁধে ‘খাদান’ ছবির সাফল্যে ইধিকা এখন ব্লকবাস্টার ছবির জনপ্রিয় নায়িকা।

 

ছোট পর্দা থেকে এসে চলচ্চিত্রের পথ চলা শুরু হয়েছিল ইধিকার। এপার বাংলায় শাকিবের সঙ্গে ‘প্রিয়তমা’য় সাফল্যের পর দেবের ‘কিশোরী’তেও সফল। দুই বাংলাতেই জনপ্রিয়তা পেলেন ইধিকা। এই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন তেমনভাবে কাটাছেঁড়া হয়নি। তবে জনপ্রিয়তা পেতেই তাকে নিয়েও ভক্তমহলে তৈরি হয়েছে নানা কৌতূহল। শোনা যাচ্ছে, টলিপাড়া তথা কলকাতার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গেই নাকি এখন বেশি সময় কাটছে ইধিকা’র। সম্প্রতি তারা হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন। তবে একা নয়, তাদের সঙ্গী ছিলেন কিছু বন্ধু-বান্ধবও।

 

তাদের দু’জনের পাহাড়ের ওপর কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখেই নানা গুঞ্জন শুরু হয়েছে। অধিকাংশ নেটিজেনেরই প্রশ্ন – কার সঙ্গে প্রেমে মজেছেন ইধিকা ?ইতিপূর্বে তথাগত ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে। কিছুদিন আগে তার নাম অনুষা বিশ্বনাথনের সঙ্গে জড়িয়েছিল। তারও আগ, রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন ওঠেছিল। যদিও প্রেমের বিষয়ে কখনও তারা সরাসরি কিছু বলেননি। তথাগত এবং অনুষা একসঙ্গে বেশ কয়েকটি জায়গা ক্যামেরাবন্দি হয়েছেন।

 

তবে এখন আবার নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এবার তার নাম জড়ালো ইধিকা’র সঙ্গে। যদিও নিজের প্রেম নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ইধিকা পাল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments