Saturday, April 12, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারগোলাপগঞ্জে ২ লাখ টাকা বিক্রি হলো একটি কমলা!

গোলাপগঞ্জে ২ লাখ টাকা বিক্রি হলো একটি কমলা!

 

 

নিজস্ব প্রতিবেদক,

সিলেটের গোলাপগঞ্জে নিলামে একটি কমলা বিক্রি হলো দুই লাখ টাকা। এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছ।

 

শনিবার উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের গোঘারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিলে নিলামে এ কমলাটি বিক্রি করা হয়।

 

জানা যায়, শনিবার উপজেলার পৌর এলাকার গোঘারকুল ইসলামীয়া মতিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিল আয়োজন করে মাদ্রাসার কর্তৃপক্ষ। মাদ্রাসা মাঠে এই মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন ভারত থেকে আগত ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (র.)।

 

মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানীকে (র.) খাওয়ার জন্য কমলা দান করেন। এসময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন।

 

তখন ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি ক্রয় করেন। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রশংসায় ভাসছে বিষয়টি। প্রশংসা করে অনেকেই নিজেই আইডিতে পোস্ট করেন।

 

স্থানীয় বাসিন্দা মাহমুদ শিপলু শনিবার রাতে জানান, একটি কমলা মাদ্রাসায় নিলামে দুই লাখ টাকা বিক্রি করা হয়েছে। এটি ক্রয় করেছেন প্রবাসী এক মাওলানা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments