Saturday, April 12, 2025
Homeখেলাধুলাক্রিকেটমাশরাফীর বিপিএলে খেলা নিয়ে সিলেট কোচের সাফ কথা

মাশরাফীর বিপিএলে খেলা নিয়ে সিলেট কোচের সাফ কথা

 

ক্রীড়া প্রতিবেদক,

 

বিপিএলের আসন্ন আসরে সিলেট স্ট্রাইকার্স মাশরাফী বিন মোর্ত্তজাকে ক্যাটাগরি ‘বি’ ক্যাটাগরি থেকে দলে নিয়েছে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক গত আসরেও এই দলের হয়ে খেলেছিলেন। তবে রাজনৈতিক পালাবদলে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

 

সিলেটে হেড কোচ মাহমুদ ইমন বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। শনিবার (২৮ ডিসেম্বর) মিরপুরে অনুশীলন শেষে তার মন্তব্য, ‘সে এখনো আমাদের স্কোয়াডে আছে। কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফী।

 

টাইগারদের সাবেক কাপ্তানের মাঠে নামার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতির উপর নির্ভর করছে। ও কী অনুভব করছে এবং ফিটনেসের অবস্থা কী, এসবও বিবেচনায় থাকছে। সে যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে, তাহলে অবশ্যই খেলবে।’

 

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় মাশরাফীকে বাদ দিয়ে দল গঠন করতে গত ১৭ অক্টোবর দলটিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সিলেটের শিক্ষার্থীরা। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। কিন্তু তাকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

 

কোচ মাহমুদ ইমন অবশ্য রাজনৈতিক নয়, ফিটনেস প্রসঙ্গ টেনে আনলেন। তার ভাষ্য, ‘কথাবার্তা চলছে। কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করছে সব। তার ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ।’

 

‘যতক্ষণ পর্যন্ত ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনব না মাশরাফীকে। আমরা ওর জন্য অপেক্ষা করবো। এটা ওর কল। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না, তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকবো।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments