বিনোদন প্রতিবেদক :
যুগে যুগে শাড়িতে অনন্যা বাঙালি নারী। শাড়িতেই সুন্দরী বাংলার রমণী নারী, নারীদের শাড়ি নিয়ে কত উপমা এবং রোমান্টিক শব্দমালা তৈরি হয়েছে প্রেমিক মনে। শাড়ি পরা নারীর ছবির সৌন্দর্য বর্ণনা করা এসব শব্দমালা নিয়েই এই প্রতিবেদন।
শাড়ি নিয়ে রোমান্টিক কিছু শব্দমালা :
অল্প সাজেও একটা মানানসই শাড়ি একজন মেয়েকে সুন্দরী নারীতে রূপান্তরিত করে। আর এই শাড়িতে ভালোবাসার মুহূর্ত তৈরি হয়।
শাড়ি বরাবরই কমনীয়তা এবং নমনীয়তাকে প্রদর্শন করে। তাই নারীর শাড়ি ও নারীর চোখে আটকে যায় পুরুষের চোখ।
শাড়িতে তোমায় দেখার এক মুহূর্ত যেনো, হাজার থেকেও লাখো বন্ধু। এক একটা মুহূর্তে তোমার কাছে আসতে চাই।
তোমার শাড়ির ভাঁজে ভাঁজে, আমার চোখের নজরানা সাজিয়ে দিতে চাই। যেনো এক এক পলকে তোমাকে আরও কাছে পাই।
শাড়ি পরে যখন সামনে আসো। তখন মনে হয় যেন শতাব্দী নিয়ে তোমায় দেখছি। যুগ যুগ ধরে তোমার এই চেনা রূপও যেনো আমার কাছে অনেক অচেনা।
শাড়িতে তুমি কতটা সুন্দর তা বলার উপমা আমার কাছে নেই। তবে এটুকু বলতে পারি, তোমায় শাড়িতে এক অনিন্দ্য সুন্দরের আবরনে দেখতে পাচ্ছি।
কী করে বোঝাই তোমাকে! আমি যখন তোমাকে শাড়ি পড়া অবস্থায় দেখি, নিজেকে আর তখন ধরে রাখতে পারি না। মনে হয়, সব ভেঙ্গেচুরে তোমার ভালোবাসায় ঝাঁপিয়ে পড়ি।
কী জানি, আমি আর কতবার তোমাকে শাড়িতে দেখে জ্ঞান হারানোর মতো হয়ে যাবো। জানোই তো, তোমার সৌন্দর্যে আমি যে বার বার লুটিয়ে পড়ি।
শাড়ির আবরণে তোমায় দেখার তৃষ্ণা আমার অনন্তকালের। এই তৃষ্ণা মিটবে না কখনও। যদি পারো এই তৃষিত হৃদয়কে পূর্ণ করো হে সখী।
শাড়িতে আসলে তুমি শতরূপা। তোমায় যতবার দেখি ততবারই মনে হয়, তোমার সৌন্দর্যের আগুনে এবার বুঝি ঝলসে যাবো আমি।
তোমায় শাড়িতে জড়িয়ে কতো স্মৃতি বিজড়িত মুহূর্তের সাক্ষী হয়েছিলাম। কতটা কাছে এসেছিলে তুমি। তাহলে চলো সেটা হয়ে যাক আরেকবার।
কোন একদিন আমি না হয় কালো কুর্তা পড়বো। আর তুমি শাড়িতে সেজে এসো। নতুন এক মুহূর্ত তৈরি করবো তখন, আমরা দু’জনে মিলে।
আমার এখনও মনে আছে সেদিনের সেই মুহূর্তটা। যেদিন তুমি শাড়ির আচ্ছাদনে নিজেকে আবৃত করে নতুন উপমায় সাজিয়ে নিয়েছিলে।
একজন নারীর কাছে শাড়ির আবেদন ঠিক ততখানি, একজন প্রেমিকের কাছে তার প্রেয়সীর খোলা চুলের যতখানি আয়োজন।
তোমাকে কামনার চোখে দেখার ও একটাই কারণ, তোমার শাড়ি। বোঝো তুমি, কতোটা যন্ত্রণা হয় আমার ? তোমাকে একটু ছুঁয়ে দিতে চাই অনুমতি।
মডেল : চিত্রা নূর,
ফটো : দিয়া আহসান,
শাড়ি : সানশাইন ফ্যাশন।