Friday, April 11, 2025
Homeখেলাধুলাক্রিকেটমাশরাফির বিপিএল খেলা নিয়ে অগ্রগতি জানাল সিলেট

মাশরাফির বিপিএল খেলা নিয়ে অগ্রগতি জানাল সিলেট

 

ক্রীড়া প্রতিবেদক,

২৮ ডিসেম্বর ২০২৪,

আসন্ন বিপিএল শুরু হতে পুরো দুই দিনও বাকি নেই। অথচ এখনও বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার খেলা নিয়ে এখনও জল্পনা কাটেনি। বিপিএলের একাদশ আসরে তার খেলা নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। আজ (শনিবার) মাশরাফিকে নিয়ে মিরপুর শের-ই বাংলার প্রাঙ্গণে কথা বলেছেন সিলেট স্ট্রাইকার্সের কোচ মাহমুদ ইমন।

 

এ সময় তিনি বলেন, ‘সে এখনও আমাদের স্কোয়াডে আছে। কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির ওপর নির্ভর করছে (তার খেলার বিষয়), ও কী অনুভব করছে এবং ফিটনেসের অবস্থা কী এসবও বিবেচনায় থাকছে। সে যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে।’

 

তার সঙ্গে ফ্র্যাঞ্চাইজির কেমন কথাবার্তা হয়েছে– এমন প্রশ্নে সিলেট স্ট্রাইকার্সের কোচ ইমন বললেন, ‘কথাবার্তা চলতেছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে সব। তার ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ।’

 

ফিটনেস এবং মাশরাফির সিদ্ধান্তই প্রাধান্য পাবে বলে জানান সিলেটের কোচ, ‘আমি আপনার সঙ্গে একমত। যতক্ষণ পর্যন্ত ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনব না মাশরাফিকে। আমরা ওর জন্য অপেক্ষা করব। এটা ওর কল। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না, তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকব।’

 

আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের। তার আগে দলগুলো শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে। সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন নিয়ে ইমন বলেন, ‘স্থানীয় সবাই ছিল অনুশীলনে। নিলাম থেকে যাদের নিয়েছি তারা সবাই ছিল, শুধু মাশরাফি ছাড়া। আর আমাদের বিদেশি খেলোয়াড় আজকে দুজন ছিল, দুজন ইতোমধ্যে হোটেলে চলে এসেছে। বাকিরা পথে আছে।’

 

সিলেট স্টাইকার্সের স্কোয়াড :

তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জর্জ মুনসি, পল স্টার্লিং, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, জাওয়াদ আবরার, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি ও রিস টপলি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments