Friday, April 4, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জশাল্লায় হাওর রক্ষা বাঁধ নির্মাণ কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

শাল্লায় হাওর রক্ষা বাঁধ নির্মাণ কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

 

 

তন্ময় দেব,

 

স্টাফ রিপোর্টার,

 

সুনামগঞ্জ জেলার শাল্লায় উপজেলায় হাওর রক্ষা বাধঁ নিমার্ন কমিটি গঠনে অনিয়মের অভিযোগ করেছেন কৃষক মতিউর রহমান ২৩/১২/২০২৪ ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে।

 

অভিযোগ সূত্রে জানাযায় শাল্লা উপজেলার কালি কোটা হাওর উপ-প্রকল্পের কাটগাং হতে মির্জাপুর কবরস্থান পর্ন্ত ২৭. ৪৮৫ হতে ২৮. ৩৩৩ কিঃ মিটার পর্যন্ত বাধেঁর ভাঙ্গা বন্ধ করন ও মেরামত করা হবে। এ বাধেঁর সংলগ্ন পূর্ব পাশে ও উত্তর পশ্চিমে মতিউর রহমানের রেকর্ডীয় জমি রয়েছে।

 

নীতিমালা অনুযায়ী পিআইসি কমিটি গঠন করার কথা ছিলো বাধঁ সংলগ্ন যাদের জমি আছে তাদের হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজ দেওয়ার বিধান থাকলে ও নীতিমালার তোয়াক্কা না করে হাওরে জমি থাকা অন্য কৃষকদের হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজ দেওয়ার অনুমোদন দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ।

 

পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৮৮ নং পিআইসি বরাদ্ধ অর্থ ২২ লক্ষ ৭০ হাজার ৬শত ৫ টাকা ৬৬ পয়সা। ৮৯ নং পিআইসি প্রকল্পের বরাদ্ধ অর্থ ২৩ লক্ষ ২৫ হজার ৬ শত ৪৯ টাকা ৫৪ পয়সা ব্যয়ে এ বাধঁ নির্মাণ করা হবে।

 

এ ক্ষেত্রে নীতিমালা লংঘন করে পিআইসি কমিটি গঠন করা হয়েছে মৃত মনির উদ্দিনের দুই পুত্র গোলাম মোস্তফা ও মাহতাব উদ্দিনের নামে।

 

৮৮ নং পিআইসি কমিটির সভাপতি হলেন মাহতাব উদ্দিন । মাহতাব উদ্দিনের প্রকৃত পিতার নাম মনির উদ্দিন। এর স্থলে পিতার নাম লিখেছেন সুন্দর আলী।

 

৮৯ নং পিআইসি কমিটির সভাপতি হলেন গোলাম মোস্তফা । সদস্য আল আমীন কে সদস্য নীতিমালা লংঘন করে পিআইসি কমিটি গঠন করা হয়েছে।

 

মাহতাব উদ্দিন ও গোলাম মোস্তফা সদস্য আল আমীন তাদের বাধঁ সংলগ্ন জমি নেই অভিযোগকারী মতিউর রহমানের দাবী।

 

অথচ বাধঁ সংলগ্ন মতিউর রহমানের জমি থাকলেও তাকে পিআইসি কমিটিতে নেয়া হয় নাই। তদন্ত পূর্বক নীতিমালা লংঘন কৃত কমিটি বাতিল করে নীতিমালা অনুযায়ী পিআইসি কমিটি গঠনের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাাবর লিখিত অভিযোগ করেছেন মতিউর রহমান।

 

এ ব্যপারে উপজেলা হাওর রক্ষা বাঁধ নির্মাণ কমিটির সদস্য সচিব শাল্লা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা রিপন আলী বলেন অভিযোগ পেলে সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments