সিলেট প্রতিনিধি,
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সিলেটে আগমন করেছেন।
বুধবার বিকেল ৫টার দিকে বিএনপির এই দুই শীর্ষ নেতা ঢাকা থেকে নভোএয়ার ভিকিউ৯৮৫ বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
পরবর্তীতে সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর বড়শলাস্থ গ্র্যান্ড সিলেট অ্যান্ড রিসোর্টের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন এবং সেখানে রাত্রিযাপন করবেন বলে জানা যায়।
বিএনপি নেতারা বুধবার দক্ষিণ সুরমাস্থ কুশিয়ারা কনভেনশন হলে বিয়ের অনুষ্ঠানে যোগদান করবেন এবং কার্যক্রম শেষে বিমানযোগে ঢাকায় প্রত্যাবর্তন করবেন বলে জানা যায়।