Wednesday, April 2, 2025
Homeখেলাধুলাক্রিকেটলঙ্কা থেকে আত্মবিশ্বাস নিয়ে ফিরেছেন সাব্বির

লঙ্কা থেকে আত্মবিশ্বাস নিয়ে ফিরেছেন সাব্বির

 

ক্রীড়া প্রতিবেদক,

২৫ ডিসেম্বর ২০২৪,

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাব্বির রহমান। সম্ভাবনাময় এই হার্ডহিটার এক সময় ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বেশি দিন টিকতে পারেননি। এমনকি গত কয়েক বছর ধরে শীর্ষ ঘরোয়া আসরগুলোতেও দল পেতে হিমশিম খেতে হচ্ছে তাকে। তবে সম্প্রতি লঙ্কা টি-টেনে ফর্মে ফেরার আভাস দিয়েছেন।

 

আসরে ৬ ম্যাচে তিনি করেছেন ৫৮ রান। বড় ইনিংস খেলতে না পারলেও তার স্ট্রাইকরেট ভালো ছিল। ২০৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন আসরে তিনি। সাব্বির আশাবাদী লঙ্কা টি-টেনের অভিজ্ঞতা তিনি বিপিএলে কাজে লাগাতে পারবেন।

 

হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলেও দাবি তার, ‘আত্মবিশ্বাস তো অবশ্যই বেড়েছে। যেহেতু একটা ভালো টুর্নামেন্ট (লঙ্কা টি-টেন) গেছে। আমার মনে হয়, যতটুকুই খেলতে পেরেছি, আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছি।’

 

সাব্বির এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন। দলটিতে একাধিক তারকা থাকায় একাদশে তার খেলা নিয়েই শঙ্কা রয়েছে।

 

সাব্বির এ প্রসঙ্গে বলেন, ‘টি-টেন লিগের খেলাটা বিপিএলে অনেক বড় কাজে দেবে। সেখানে যে দায়িত্বে খেলেছি, এখানে ৫-৬ নম্বরে হয়তো খেলব, অনেক বড় দায়িত্ব হবে আমার জন্য। আত্মবিশ্বাসটাও ভালো হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments