Friday, April 4, 2025
Homeসিলেট বিভাগসিলেটসিলেটের বিএসএফের হাতে আটক ১৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

সিলেটের বিএসএফের হাতে আটক ১৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

সিলেট প্রতিনিধি,

 

সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ১৩ জন বাংলাদেশি নাগরিককে চোরাচালানের অভিযোগে ভারতের অভ্যন্তর থেকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ভারতের ৪ বিএসএফের কমান্ড্যান্টের সঙ্গে আলোচনা হয়েছে। বিএসএফ জানায়, গত সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৪টায় বাংলাদেশের তামাবিল এলাকার বিপরীতে ভারতের ডাউকি এলাকার আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে মোট ১৩ জন বাংলাদেশি নাগরিককে অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে ডাউকি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডাউকি পুলিশ স্টেশনের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, তাদেরকে আটকের পর ডাউকি পুলিশ স্টেশনে সোপর্দ করা হয়েছে। বর্তমানে তারা পুলিশ স্টেশনে আছেন।

 

আটককৃত ১৩ বাংলাদেশি হলেন- জৈন্তাপুর উপজেলার ফারুক ইসলামের ছেলে সাজু আহমদ (২০), গোয়াইনগাট উপজেলার বড়হাল গ্রামের আইয়ুব আলীর ছেলে শামীম (২১), সিদ্দিক আলীর ছেলে হাবিব আহমদ (২২), জৈন্তাপুর উপজেলার মোস্তফা মিয়ার ছেলে সজিব (১৯), গুচ্চগ্রামের জামালের ছেলে মোবারক (১৯), এলালের ছেলে আরিফ (১৯), দুলতিপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে ফখরুল ইসলাম (১৯), শ্রীপুর গ্রামের জামরুলের ছেলে রুবেল (২৫), গোয়াইনঘাটের শান্তিনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইব্রাহিম (১৯), জৈন্তাগ্রামের বিলাল হোসাইনের ছেলে রুহুল (২০), গুচ্ছ গ্রামের আব্দুল্লাহর ছেলে রনি (১৯), বশিরের ছেলে সোহাগ (১৯), তামাবিল গ্রামের মতিনের ছেলে নয়ন (১৯)।

 

ডাউকি পুলিশের একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments