Wednesday, April 16, 2025
Homeধর্মসিলেটে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

সিলেটে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক,

 

সিলেটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে।

 

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট মহানগরীর নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান চার্জে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়। এতে সাড়ে তিনশ যিশু ভক্তরা উপস্থিত ছিলেন।

 

খ্রিষ্টান কমিউনিটি সিলেটের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই নতুন জামাকাপড় পড়ে গির্জাগুলোতে ভিড় করেন খ্রিষ্টান ধর্মালম্বীরা। বড়দের পাশাপাশি শিশুরাও মেতে উঠে উচ্ছ্বাসে। সকাল সাড়ে ১০টায় সিলেটের প্রেসবিটারিয়ান চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা শেষে গান পরিবেশন করা হয়। এদিকে বড়দিন ঘিরে দিনব্যাপী রয়েছে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট সম্প্রীতির শহর এই শহরে আমরা একে অপরের উৎসবে সবাই মিলেমিশে এক সঙ্গে পালন করে থাকি, সবাইকে বড়দিনের শুভেচ্ছা।

 

সিলেট প্রেসবিটারিয়ান চার্চের ফাদার নিঝুম সাংমা বলেন, সিলেট একটি সম্প্রীতির নগরী। শুধু ধর্মীয় সম্প্রীতি নয়, রাজনৈতিকভাবেও সিলেট সম্প্রীতির শহর। আমরা প্রার্থনা করেছি যাতে সুন্দরভাবে বড়দিন উদযাপন করতে পারি। রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুটা ভয়ে ছিলাম, ধর্মীয় উৎসব পালন করতে পারব কী না৷ কিন্তু আমরা যথারীতি উৎসব পালন করছি। আমরা আশা করি, সিলেটে মুসলিম- হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানরা বিগত সময়ে যেভাবে এক সঙ্গে ছিলেন, সবাই যেন আগামীতেও একইভাবে শান্তিপূর্ণভাবে সহাবস্থানে থাকেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments